ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ১৩:৪২, ২৯ নভেম্বর ২০২৩

আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বিস্ফোরণের পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে প্রাথমিক অবস্থায় আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। 

আরও পড়ুন : গাজীপুরে বাসে আগুন

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যারা এ ঘটনায় জড়িত আছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। 

এবি 

×