
ছবি: সংগৃহীত
রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান বাবু দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদের গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদের দফাদার আনোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আহতের স্ত্রী আসমা বেগম জানান, এলাকার কয়েক যুবক বাবুর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আহলাদিপুর গ্রামের সোনা উদ্দিনের ছেলে আলামিন (২২), আক্কাছ শেখের ছেলে আসিফ (২৩) এবং জসিম শেখের ছেলে শহরিয়ার শেখ (২৪) প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।
আসমা বলেন, “তারা আমার স্বামীকে ১০-১৫ বার কোপ মারে। একটি কোপ কিডনির পাশে লেগেছে। এখন তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হতে পারে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, “ঘটনার কথা শুনেছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সাব্বির