
ছবি: জনকণ্ঠ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরে পুলিশী অভিযানে বিস্ফোরক, মাদক ও চাঁদাবাজির ৭ মামলার আসামি ছাত্রলীগ নেতা হৃদয় (২৮) গ্রেপ্তার হয়েছে। শনিবার (১৩ জুলাই) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এইচএম মহোতাসিম ফুয়াদ হৃদয় নামের ওই সাবেক ছাত্রলীগ নেতা শহরের বর্ধনকুঠী (খানাবাড়ি) এলাকার মাহাবুবার রহমানের ছেলে।
জানা গেছে, গত শনিবার (১৩ জুলাই) দিবাগত রাতে পৌর এলাকার বর্ধনকুঠী (খানাবাড়ি) গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা, এসআই আনিসুজ্জামান ও এএসআই আফিল মাহামুদ আপেল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এইচএম মহোতাসিম ফুয়াদ হৃদয়কে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদক, বিস্ফোরক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের ৭টি মামলা রয়েছে থানায়। পুলিশ দীর্ঘদিন যাবৎ তাকে ধরতে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। শেষ পর্যন্ত শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরতে সক্ষম হয় পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত হৃদয়ের বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার জনগণ অতিষ্ট হয়ে উঠেছিল। রবিবার তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আবির