ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

AI যুগে চাকরি পেতে কোন বিষয়ে পড়া সবচেয়ে লাভজনক?

প্রকাশিত: ০৯:০৮, ১১ জুলাই ২০২৫

AI যুগে চাকরি পেতে কোন বিষয়ে পড়া সবচেয়ে লাভজনক?

ছবি: সংগৃহীত

 

বর্তমানে যুক্তরাজ্যে ২০ লাখেরও বেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, অথচ চাকরির বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি কমেছে প্রায় ৩৩ শতাংশ গত সাত বছরে যা সর্বনিম্ন। ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা এখন ভাবছেন, এত ঋণ নিয়ে ডিগ্রি নেওয়ার কোনো মূল্য আছে কি? নাকি অ্যাপ্রেন্টিসশিপই সঠিক পথ? এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

 

সবচেয়ে চাহিদাসম্পন্ন পেশা: মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, টেক ও অ্যাকাউন্টিং

যুক্তরাজ্যের উচ্চশিক্ষা খাতে শ্রমবাজার বিশ্লেষক চার্লি বল জানান, স্বাস্থ্যসেবা, সমাজসেবা, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি খাতে ডিগ্রিধারীদের চাহিদা রয়েছে। মেডিসিনে চাকরির হার ৯৭-৯৮% (স্নাতকোত্তরের ১৫ মাসের মধ্যে)।

কম্পিউটার সায়েন্সও বর্তমানে একটি লাভজনক ও জনপ্রিয় কোর্স—বিশেষত AI, অটোমেশন ও ডেটাভিত্তিক স্কিলের কারণে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েটরা বছরে প্রায় £৮৬,১০০ পর্যন্ত আয় করেন।

 

শুধু ডিগ্রি নয়, দরকার আরও কিছু দক্ষতা

বিশেষজ্ঞ ক্যাথি ব্যাক্সটার বলেন, চাকরির বাজারে টিকে থাকতে হলে চাই ডিজিটাল লিটারেসি, ক্রিয়েটিভ প্রবলেম সলভিং, দলগত কাজের সক্ষমতা, আবেগীয় বুদ্ধিমত্তা এবং AI ও টেকনিক্যাল স্কিল।

একইসঙ্গে দরকার নতুন কিছু শেখার আগ্রহ ও পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার মনোভাব।

 

অ্যাপ্রেন্টিসশিপ: ডিগ্রির বিকল্প, আয় বেশি, ঋণও নেই

বর্তমানে অনেকেই ডিগ্রির চেয়ে অ্যাপ্রেন্টিসশিপ বেছে নিচ্ছেন। এতে চাকরির পাশাপাশি আয়ও হয়।

একজন হায়ার অ্যাপ্রেন্টিস (ডিগ্রির সমমান) কোর্স শেষে বছরে গড়ে £৩২,৫৯০ আয় করেন।
অনেকে ডিগ্রিধারীদের তুলনায় বেশি আয় করেন:

ইঞ্জিনিয়ারিং: অ্যাপ্রেন্টিস £৩৯,২০০, ডিগ্রিধারী £৩৬,৫০০

কৃষি: £৩১,৩০০ বনাম £২৫,০০০

মিডিয়া: £২৯,৪০০ বনাম £২৪,৮০০

এছাড়া ঋণের ঝামেলাও নেই। ৭৭% অ্যাপ্রেন্টিস কোর্স শেষের এক বছর পরও চাকরিতে আছেন, যেখানে বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে এই হার ৬২.৫%।

 

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) পাল্টে দিচ্ছে চাকরির ভবিষ্যৎ

চ্যাটজিপিটি আসার পর যুক্তরাজ্যে এন্ট্রি-লেভেল চাকরি কমেছে এক-তৃতীয়াংশ। ধারণা করা হচ্ছে, আগামী ৫ বছরে অর্ধেক অফিস সহকারী চাকরি AI-র কারণে বিলুপ্ত হতে পারে।

তবে AI পুরোপুরি মানুষের দক্ষতা প্রতিস্থাপন করতে পারবে না বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

AI জ্ঞানের পাশাপাশি প্রয়োজন জিজ্ঞাসু মন, দ্রুত শেখার ক্ষমতা, দলগত কাজের দক্ষতা ও সমস্যা সমাধানের কৌশল।

 

সাফল্যের উপায়: নিজের প্যাশন খুঁজুন, প্রথম চাকরি নয় শেষ লক্ষ্য

বিশেষজ্ঞ চার্লি বল বলেন, প্রথম চাকরি দিয়েই জীবন গড়ে উঠবে না। বরং অভিজ্ঞতা অর্জনের সময় এটা। শুধু উচ্চ বেতনের পেছনে না ছুটে এমন কাজ বেছে নিতে বলেন, যেটা করতে সকালে বিছানা থেকে উঠতে কষ্ট না হয় এবং যেখানে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক থাকে।

 

বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু ডিগ্রি নয়, সঠিক দক্ষতা, মানসিক প্রস্তুতি ও কৌশলগত চিন্তাভাবনা-ই আপনাকে এগিয়ে রাখবে। অ্যাপ্রেন্টিসশিপ হোক বা বিশ্ববিদ্যালয়—সবচেয়ে জরুরি হলো ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি রাখা।

আঁখি

×