
ছবি: সংগৃহীত
টেক দুনিয়ায় এবার এসেছে নতুন মেসেজিং প্ল্যাটফর্ম ‘বিটচ্যাট’, যা ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে। টুইটার বা এক্সের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডরসি এই অ্যাপটি আনছেন।
বিটচ্যাট ব্লুটুথ নির্ভর একটি বিকেন্দ্রীকৃত ও পিয়ার টু পিয়ার মেসেজিং সেবা, যেখানে ইন্টারনেট, কেন্দ্রীয় সার্ভার, ফোন নম্বর কিংবা ইমেইলের প্রয়োজন নেই। এটি কাছাকাছি থাকা ডিভাইসগুলোর মধ্যে এনক্রিপ্টেড যোগাযোগ নিশ্চিত করে এবং মেসেজগুলো দীর্ঘ সময় সংরক্ষিত হয় না।
অ্যাপটির আরেকটি বৈশিষ্ট্য হলো ‘ব্রিজ ডিভাইস’, যা একাধিক ব্লুটুথ ক্লাস্টারকে যুক্ত করে নেটওয়ার্কের পরিধি বাড়ায়। জ্যাক ডরসি জানিয়েছেন, এটি এখনও পরীক্ষামূলক অবস্থায় এবং ইচ্ছুক ব্যবহারকারীরা ‘স্ট্রেট ফ্লাইট’ নামের অ্যাপের মাধ্যমে এর বেটা ভার্সন ব্যবহার করতে পারবেন।
বিটচ্যাট গোপনীয়তা ও সেন্সরশিপ বিরোধী অবস্থানের কারণে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। এটি ব্যবহারকারীদের মেসেজ নিরাপদ রাখার পাশাপাশি কেন্দ্রীয় কোনো সার্ভারে তথ্য সংরক্ষণ করে না।
শেখ ফরিদ