ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

ইনস্টাগ্রাম ব্যবহার হবে আরও মজার, আসছে নতুন নতুন ফিচার

প্রকাশিত: ১৪:১১, ২৬ আগস্ট ২০২৪

ইনস্টাগ্রাম ব্যবহার হবে আরও মজার, আসছে নতুন নতুন ফিচার

ইন্সটাগ্রাম 

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে ইনস্টাগ্রাম অন্যতম। এর বহারকারীদের সুবিধার জন্য ইনস্টাগ্রাম নতুন কয়েকটি আপডেট নিয়ে এসেছে। এখন থেকে, ইউজাররা একটি পোস্টে ১০টি নয়, বরং ২০টি ছবি যুক্ত করতে পারবেন, এছাড়াও বায়োতে যোগ করা যাবে গানও। যা প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলবে।

ইনস্টাগ্রামের ক্যারোসেল পোস্ট ফিচার ব্যবহার করে একটি পোস্টে একাধিক ছবি ও ভিডিও যুক্ত করা যায়। এই ফিচারটির মাধ্যমে ডান দিকে স্লাইড করে একটির পর একটি ছবি বা ভিডিও দেখা যায়, যেটি "ফটো ডাম্প" হিসেবেও পরিচিত। ২০১৭ সালে ইনস্টাগ্রাম এই ফিচারটি চালু করে, এবং তখন থেকে এটি জনপ্রিয়ভাবে ব্যবহার করা হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ফিচারটিতে নানা ধরনের নতুন বিষয় যুক্ত করা হচ্ছে।

এছাড়াও ইনস্টাগ্রাম আরেকটি নতুন ফিচার নিয়ে এসেছে যা ব্যবহারকারীদের প্রোফাইলে গান যোগ করার সুযোগ দিচ্ছে। এর আগে, গান যুক্ত করা কেবল পোস্ট, রিলস ও স্টোরিতে সীমাবদ্ধ ছিল। এখন, ব্যবহারকারীরা তাদের প্রোফাইল বায়োতে ৩০ সেকেন্ডের একটি গান যুক্ত করতে পারবেন। তবে গানটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না; এটি শোনার জন্য ব্যবহারকারীদের গানটিতে ট্যাপ করতে হবে।

আরও একটি নতুন সুবিধা হলো, ইনস্টাগ্রামে এডিট করার সময় লেখা, স্টিকার এবং ক্লিপগুলির সঙ্গে নিজেদের অডিও শেয়ার করার অপশন পাওয়া যাবে। এডিট করার সময় ব্যবহারকারীরা অনন্য অডিও মিশ্রণও তৈরি করতে পারবেন, যা অন্যেরা সেভ এবং পুনরায় ব্যবহার করতে পারবে।

এই নতুন ফিচারের প্রচারণার জন্য ইনস্টাগ্রাম 'এস্প্রেসো' গানের গায়িকা সাবরিনা কারপেন্টারের সঙ্গে চুক্তি করেছে। গত শুক্রবার সাবরিনার প্রোফাইলে এই ফিচারের মাধ্যমে তার অপ্রকাশিত গানের কিছু অংশ প্রকাশ করা হয়।প্রথমবারের মতো ভক্তদের এই গান শোনার সুযোগ দেবে ফিচারটি। ইনস্টাগ্রাম বলছে, গানটি পূর্ণ মুক্তির আগে শোনার ভক্তদের একটি বিশেষ সুযোগ প্রদান করবে এ ফিচার।

দিবা 

×