ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রামে কেন বারবার নালায় শিশু তলিয়ে যায়? 

তৌহিদ-উল বারী, কন্ট্রিবিউটিং রিপোর্টার, বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম

প্রকাশিত: ১২:১৫, ১০ জুলাই ২০২৫

চট্টগ্রামে কেন বারবার নালায় শিশু তলিয়ে যায়? 

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শহরের অধিকাংশ জায়গায় পানি নিষ্কাশনের ব্যবস্থা হিসাবে নালার ব্যবস্থা চোখে পড়ে। এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকার নালাগুলোর রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব মূলত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অধীনে পড়ে। তবে কিছু ক্ষেত্রে দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এবং ওয়াসা বা পানি উন্নয়ন বোর্ড-এর মধ্যে ভাগ হয়ে থাকে, বিশেষ করে বড় ড্রেন বা খালগুলোর বেলায়।

নগরে সামান্য বৃষ্টি হলেই এসব নালায় পানি চলাচল বেড়ে যায়। এমনকি পানির তীব্রতাও বাড়তে থাকতে। তবে দুর্ভাগ্যের বিষয় হলো প্রায়ই খাল-নালায় পড়ে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ আহত হওয়া ও হারিয়ে যাওয়ার ঘটনা ঘটতে দেখা যায় এই শহরে। কোনো ঘটনায় পরে মরদেহ উদ্ধার করা হয়।

আজ বুধবার ৩ টার দিকে নগরীর হালিশহরে নালায় পড়ে মরিয়ম নামে ৩ বছর বয়সী এক শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মূলত সে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। পথে একটি নালার স্ল্যাব ছিল না এবং এর ওপরে পানি জমে ছিল। ফলে সেখানে নালা আছে সেটি বোঝার উপায় নেই। অসাবধানতাবশত শিশুটি সেখানে পা রাখলে নিচে পড়ে যায় এবং পানির স্রোতে ভেসে যায়।

আমরা এর আগেও দেখেছি, বছরের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম শহরের কাপাসগোলা এলাকায় রিকশা থেকে ছিটকে উন্মুক্ত নালায় পড়ে যায় দুই নারী ও তাদের সঙ্গে থাকা সেহরীস নামে ছয় মাস বয়সী এক শিশু। স্থানীয়দের সহায়তায় দুই নারীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হলেও পানির স্রোতে শিশুটি তলিয়ে যায়। পরদিন চাক্তাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

এভাবে নালায় পড়ে যাওয়া, পরে উদ্ধার করা নতুবা নিহত হওয়ার ঘটনা আর কত দেখবে নগরবাসী? এর কি স্থায়ী কোনো সমাধান নাই? এর পিছনে কাদের দায়? সাধারণ পথচারীদের নাকি চসিক কর্তৃপক্ষের? একটা সমাধান হোক। নির্দিষ্ট তদারকি করে নালা পরিষ্কার, নালা খনন পাশাপাশি প্রয়োজনীয় স্ল্যাব স্থাপন করা যেন সময়ের দাবি।

আবির

×