ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা আজ

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা আজ

আজ সরস্বতী পূজা, বাণী অর্চনার দিন

আজ সরস্বতী পূজা, বাণী অর্চনার দিন। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব। শুক্লা পঞ্চমীতে আজ বুধবার শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর আবাহন হবে। সরস্বতী জ্ঞানদায়িনী দেবী, শ্বেত-শুভ্র বসনা। তাঁর এক হাতে বীণা অন্য হাতে পুস্তক। অর্থাৎ সরস্বতী একাধারে সুকুমার কলা ও জ্ঞানের দেবী। বিদ্যালাভের আশায় রাজধানীসহ সারাদেশে আজ সকালে সরস্বতী পূজা উদ্যাপিত হবে। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাবেন পুণ্যার্থীরা। 
প্রতিবছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর আবাহন করা হয়। ঢাক-ঢোল-কাঁসর আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠবে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন পূজাম-প। সরস্বতী বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পূজিত হন। 
সরস্বতী পূজা উপলক্ষে প্রদত্ত বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেওয়া হবে না।

ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সকল ধর্মের উৎসব আনন্দমুখর পরিবেশে একসঙ্গে উদ্যাপন করি। আমরা সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের। আমি আশা করি, আগামী দিনে সকল ধর্মের পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। ধর্মীয় বিশ্বাস, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে ললিতকলা ও জ্ঞানদাত্রী দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।

অফিস-আদালত, পাড়া-মহল্লায় আজ পূজামণ্ডপে পুণ্যার্থীরা মায়ের পদপাদ্যে অঞ্জলি দেবেন। দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হবে অনেক স্থানে। এ ছাড়া কিছু ম-পে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সারাদেশে পূজা অর্চনার জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে। বেচা-কেনা চলছে পূজার অন্যতম উপকরণ- ফলমূল, ফুল, বেলপাতা, খই-মুড়কি-বাতাসা-নাড়ু।

জ্ঞান, সংগীত ও শিল্পকলার দেবী হিসেবে বাংলাদেশ ও ভারতের বাইরে জাপান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের কিছু কিছু স্থানে সরস্বতী পূজার চল আছে। কালপরিক্রমায় এ পূজা ব্যক্তি ও পরিবারের গ-ি পেরিয়ে এখন বাঙালি হিন্দুদের সর্বস্তরের মানুষকে নিয়ে ক্রমশ এক সার্বজনীন ধর্মীয় অনুষ্ঠানের রূপ লাভ করেছে। 
হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থে সরস্বতীর রূপ-মাহাত্ম্য বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থে সরস্বতীর নানা রূপ ও প্রকৃতির বর্ণনা পাওয়া যায়। সরস্বতীর মাহাত্ম্য যেভাবেই বা যে রূপেই তুলে ধরা হোক না কেন, বাঙালি সংস্কৃতিতে সরস্বতীকে বিদ্যার দেবী হিসেবে পূজা করা হয়ে থাকে। হিন্দু সম্প্রদায় সরস্বতীর যে মূর্তি পূজা করে, সেই সরস্বতীর রূপ দ্বিভূজা, শ্বেত বরণী, শ্বেতাম্বরা, শ্বেতদল বাসিনী, শ্বেত হংসবিহারিণী ও বীণা, পুস্তক-কমলধারিণী। 
আজ সকালে উপবাস থেকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভক্তরা প্রার্থনা জানাবেন বিদ্যাধিষ্ঠাত্রীর। সরস্বতী নদীর তীরে ললিতকলা ও জ্ঞানের চর্চা হতো বলে এই নদী বাগদেবীর বাসস্থান বলে অভিহিত। 
কুসংস্কার, গোঁড়ামি, অন্ধবিশ্বাস এবং ধর্মীয় সংকীর্ণতার অবসান ঘটিয়ে জ্ঞানচক্ষু উন্মিলনের মাধ্যমে সুন্দরের পথে মানবকুলকে এগিয়ে নেওয়ার প্রত্যাশায় হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রতিবছর শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা  করে থাকেন। 
মাঘ মাসের শুক্লা পঞ্চমীর দিন তাঁর আরাধনার শুভ দিন। সনাতন ধর্মাবলম্বীরা আজ বুধবার মেতে উঠবেন সরস্বতী পূজার আনন্দে। প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজার আয়োজন চলছে। চারুকলা বিভাগ এবারও জগন্নাথ হলের পুকুরে মাঝখানে দৃষ্টিনন্দন ভাসমান মণ্ডপ গড়ে তুলেছে। 
মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পূজাম-পে সরস্বতী পূজার আয়োজন করেছে। রামকৃষ্ণ মিশন ও মঠ পূজাম-পেরও অনুরূপ অনুষ্ঠানমালা থাকছে। জাতীয় প্রেস ক্লাব, রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রম, ঢাকা আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ইসকন মন্দির, মিরপুর কেন্দ্রীয় মন্দির, বুলবুল ললিতকলা একাডেমি (বাফা), ব্যাংকার্স পূজা পরিষদ, রামসীতা মন্দিরসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে সরস্বতী পূজা উদ্যাপিত হবে।

×