স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি, শনাক্ত হয়েছেন ৩৪ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১৩০ জন এবং শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ২৯৮ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৭৯ শতাংশ। এ দিন সুস্থ হয়েছেন ২২৮ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ৩৮৫ জন।