ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

রাজু আহম্মেদের কবিতা

তোমাকে ভুলে যেতে চাই

প্রকাশিত: ১১:৫১, ১০ জুলাই ২০২৫

তোমাকে ভুলে যেতে চাই

তোমাকে ভুলে যেতে চাই।
তাই এ শহর ছেড়ে চলে গিয়েছিলাম 
নীল সমুদ্রের নীড়ে,হিম শূন্যতার দেশে।
সেখানে গিয়ে দেখি,আলোর গন্ধে মাতাল মেঘদল,
নক্ষত্রের ভাষায় কথা বলে শিশিরবিন্দু। 
তুষারের ঘূর্ণিঝড় বলে গেলো,
শত শতাব্দীর পরেও তোমাকে আমার ভুলে যাওয়া সম্ভব নয়।

তোমাকে ভুলে যেতে চাই।
এক বুক শূন্যতা নিয়ে নীলিমার সমস্ত নীলকে বললাম;
যার কাছে থাকতে চেয়েছি, সে আমাকে রাখতে চায়নি।
তাহলে থেকে কি লাভ? নীলগুলো বলে গেলো,
"ভালোবাসতে শরীর লাগে না;অনুভূতিই যথেষ্ট"।
 তাই শত শতাব্দীর পরেও তোমাকে আমার ভুলে যাওয়া সম্ভব নয়।

তোমাকে ভুলে যেতে চাই। 
ভরা পূর্ণিমার নতুন জোৎন্সার রূপালি আলোর স্নিগ্ধতা আমাকে ছোঁয়ার আগেই, ভেতরের আমি আমাকে বলে গেলো,"বিচ্ছেদের চরম সুখ যে পায়
সে কখনো নতুন খোঁজে না"।
তাই শত শতাব্দীর পরেও তোমাকে আমার ভুলে যাওয়া সম্ভব নয়।

তোমাকে ভুলে যেতে চাই।
জীবনের সমস্ত ক্লান্তি মুছে আলোর মিছিলে ছুটে গিয়েছিলাম।স্লোগান থামিয়ে একদল উন্মাদ বিড়বিড় করে বলে গেলো,"এই আলো আধারির দুনিয়ায় জীবন্ত মানুষের চেয়ে জীবন্ত লাশের সংখ্যা বেশি"।তাই শত শতাব্দীর পরেও তোমাকে আমার ভুলে যাওয়া সম্ভব নয়।

 

শেখ ফরিদ

×