
কবি ও সাংবাদিক শহিদুল ইসলাম নিরব
জীবন ছিলো যেন কাঁচের ঘুঙুর—বেজেছে ক্লান্ত সুরে,
আকাশের চিঠির মতো ছেঁড়া, নীলেমাখা আশা।
দুঃখ এসেছিলো নদী হয়ে, ঘরে ঘরে ঘুরে,
তবু পুষেছি হৃদয়ে চুপিসারে ভালোবাসা।
স্বপ্নগুলো কাগুজে নৌকা—বৃষ্টিতে ডুবেছে চুপ,
তবু ভিজিনি অভিমানে, করিনি অভিযোগ।
হারিয়েছি যেমন পাখির ছায়া সন্ধ্যারূপ,
তেমনি চেয়েছি—জয় নয়, হোক মানবিক সংলাপ।
কে ভাঙলো শপথ? সে কি তপ্ত রোদে গলে যাওয়া মোম?
মনে নাই সে মুখ, নেই আর কোনো অশ্রুকণিকা।
মনে আছে শুধু, মানুষের মুখ যেন জোনাকির ঝলক,
তাদের হাসি, চোখের ভাষা—সব ছিলো কবিতা।
মৃত্যু আসুক, চাঁদের মতো নরম কোনো রাতে—
হৃদয়ে থাক ভালোবাসা, অভিযোগহীন প্রাতে।
শেখ ফরিদ