ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মাঝ আকাশে কেবিন ক্রুকে কামড়িয়ে দিল যাত্রী

প্রকাশিত: ১৯:১৭, ১৭ জানুয়ারি ২০২৪

মাঝ আকাশে কেবিন ক্রুকে কামড়িয়ে দিল যাত্রী

ঘটনার পর উড়োজাহাজটিকে জরুরি অবতরণ করানো হয়।

উড়োজাহাজ মাঝ আকাশে থাকার সময় কেবিন ক্রুর হাতে কামড় বসিয়ে দেয় এক মদ্যপ যাত্রী। ঘটনার পর উড়োজাহাজটিকে জরুরি অবতরণ করানো হয়। যুক্তরাষ্ট্রগামী জাপানের একটি উড়োজাহাজে এ ঘটনা ঘটে। 

জাপানের অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, ৫৫ বছর বয়সী মার্কিন ওই যাত্রী যখন কেবিন ক্রুর হাতে কামড় বসিয়ে দেন, তখন তিনি ‘প্রচণ্ড মাতাল’ ছিলেন।

ওই যাত্রী জাপানি গণমাধ্যমকে বলেছেন, তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন। তাই ঘটনার সময় আসেল কি ঘটেছে তার কিছুই মনে নেই।

প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় উড়োজাহাজটিতে ১৫৯ জন যাত্রী ছিল। কামড় কাণ্ডের সঙ্গে সঙ্গেই যাত্রীরা ভীত হয়ে পাইলটকে টোকিওর হানেদা বিমানবন্দরে ফিরে যাওয়ার অনুরোধ করেন। পরে উড়োজাহাজটি জরুরি অবতরণের পর সেই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এএনএ কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×