ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসলাম ও মুক্তি সেরা সাঁতারু

প্রকাশিত: ১৯:৪৫, ৫ অক্টোবর ২০২১

ইসলাম ও মুক্তি সেরা সাঁতারু

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে মঙ্গলবার শেষ হয়েছে বঙ্গবন্ধু জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতার ৩৪তম আসর। প্রতিযোগিতার তৃতীয় ও শেষ দিনে ২৮টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৬টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। বিকেএসপি ৪৮ স্বর্ণ, ৫৩ রৌপ্য ও ৪২ ব্রোঞ্জপদক পেয়ে চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ আনসার ২৩ স্বর্ণ, ১১ রৌপ্য ও ৯ ব্রোঞ্জপদক রানার্সআপ হয়। এ প্রতিযোগিতায় সঁতারে ৮টি এবং ডাইভিংয়ে ৩টিসহ মোট ১১টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। মহিলা বিভাগে আনসারের মুক্তি খাতুন (বয়স গ্রুপ : ১৮-২০), ১১ স্বর্ণ ও ২ রৌপ্য পদক (৩টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড) এবং পুরুষ বিভাগে গোপালগঞ্জ সুইমিং ক্লাবের মোহাম্মদ ইসলাম (১৮-২০) ৯ স্বর্ণপদক (৩টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড ) পেয়ে সেরা সাঁতারু নির্বাচিত হন। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ।
×