ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রাজশাহীর সংগ্রহ ১৬৯

প্রকাশিত: ১৬:৩৬, ২৪ নভেম্বর ২০২০

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রাজশাহীর সংগ্রহ ১৬৯

অনলাইন ডেস্ক ॥ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার বিরুদ্ধে আজ টস হেরে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মিনিস্টার গ্রুপ রাজশাহীর সংগ্রহ ১৬৯ রান। প্রাথমিক বিপর্যয়ের পরেও ঝড় তোলেন মেহেদি হাসান। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই তাকে দেখা যায় এই চেহারায়। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শুরুতেও এই অলরাউন্ডার ধরা দিলেন বিধ্বংসী চেহারায়। তার ফিফটি ও নুরুল হাসান সোহানের কার্যকর ইনিংসে ধস পেরিয়ে রাজশাহী গড়তে পারল ভালো স্কোর। ৩ চার ও ৪ ছক্কায় ৩২ বলে ৫০ করেছেন মেহেদি। ৩ ছক্কায় ২০ বলে ৩৯ সোহান। ঢাকার অভিজ্ঞ অলরাউন্ডার মুক্তার আলি ৪ ওভারে ২২ রানে নিয়েছেন ৩ উইকেট। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নামে রাজশাহী। শুরুতে রান বাড়ানোর কাজটি করেছেন আনিসুল ইসলাম ইমন। গত ঢাকা প্রিমিয়ার লিগে চারশর বেশি রান করা ওপেনার এবার দেখালেন, টি-টোয়েন্টির দাবিও মেটাতে পারেন তিনি। নিজের খেলা প্রথম দুই বলে বাউন্ডারিতে শুরু করেছেন। ২৩ বছর বয়সী ব্যাটসম্যান পরেও খেলেছেন দারুণ কিছু শট। মিনিস্টার গ্রুপ রাজশাহী: ২০ ওভারে ১৬৯/৯ (শান্ত ১৭, ইমন ৩৫, রনি ৬, আশরাফুল ৫, ফজলে রাব্বি ০, সোহান ৩৯, মেহেদি ৫০, ফরহাদ ১১*, সানি ০, মুকিদুল ০, ইবাদত ২*; রুবেল ৪-০-২৯-০, মেহেদি রানা ৪-০-৩১-১, নাসুম ৪-০-৪১-১, মুক্তার ৪-০-২২-৩, নাঈম ৩-০-৩২-১, সাব্বির ১-০-১১-০)।
×