ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দঃ আফ্রিকার ক্রিকেটে ম্যাকেঞ্জি

প্রকাশিত: ২৩:৩৭, ১১ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দঃ আফ্রিকার ক্রিকেটে ম্যাকেঞ্জি

স্পোর্টস রিপোর্টার ॥ পারিবারিক কারণ দেখিয়ে কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব ছাড়েন নিল ম্যাকেঞ্জি। সাবেক এ দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান তখন মূলত নিজ পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর ইচ্ছা জানিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব ছেড়েছিলেন। কিন্তু এখন তিনিই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সঙ্গে নতুন কাজে যুক্ত হয়েছেন। দক্ষিণ আফ্রিকার হাই পারফর্মেন্স দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। পাশপাশি প্রোটিয়া অনুর্ধ-১৯ ও একাডেমি দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করবেন ম্যাকেঞ্জি। এর আগেও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার হয়ে কাজ করেছেন ম্যাকেঞ্জি। ২০১৬ সালে বাংলাদেশের বর্তমান প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর সহকারী হিসেবে প্রোটিয়া দলের সঙ্গে ছিলেন। এবার অবশ্য তার মূল কাজ জাতীয় দলের সঙ্গে নয়। প্রোটিয়া জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে স্বল্প পরিসরে প্রয়োজনে কাজ করতে হবে তাকে। কারণ দক্ষিণ আফ্রিকার এখন কোন ব্যাটিং কোচ নেই। ২০১৯-২০ মৌসুমে দলটির ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন জ্যাক ক্যালিস। তার মূল দায়িত্ব হাই পারফর্মেন্স নিয়ে। সেখানে প্রোটিয়া নারী ও পুরুষ ক্রিকেটারদের কোচ হিসেবে কাজ করবেন তিনি। তবে এর পাশাপাশি অনুর্ধ-১৯ দল এবং একাডেমি দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন। বাংলাদেশ দলের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করার অভিজ্ঞতা নতুন এ দায়িত্বে কাজে লাগবে বলে আশাবাদী ম্যাকেঞ্জি। তিনি বলেন, ‘আমি দুই বছর বাংলাদেশের জন্য কাজ করেছি এবং বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপেও ছিলাম। আমি কোচ হিসেবে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। আমি আমার সর্বোচ্চটা দিতে চাই।’
×