ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্রাউলি-বাটলারের উদ্ভাসিত ব্যাটিং সাউদাম্পটনে

প্রকাশিত: ২৩:১৮, ২৩ আগস্ট ২০২০

ক্রাউলি-বাটলারের উদ্ভাসিত ব্যাটিং সাউদাম্পটনে

স্পোর্টস রিপোর্টার ॥ সাউদাম্পটনে সিরিজ ফয়সালার তৃতীয় ও শেষ টেস্টে চলছে ইংলিশদের দাপট। জ্যাক ক্রাউলি আর জস বাটলারের উদ্ভাসিত ব্যাটিংয়ে কার্যত পিষ্ট হওয়ার পথে পাকিস্তান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে নিয়ে গেছেন তরুণ ক্রাউলি। শনিবার দ্বিতীয়দিন লাঞ্চ বিরতিতে এ রিপোর্ট লেখার সময় ১৮৬ রান নিয়ে ক্রিজে ছিলেন কেন্ট থেকে উঠে আসা ২২ বছর বয়সী ডানহাতি টপঅর্ডার ব্যাটসম্যান। আর এই সিরিজেই প্রথম টেস্টে ফর্মে ফেরা বাটলার ব্যাট করছিলেন ব্যক্তিগত ১১৩ রান নিয়ে। ৪ উইকেটে ৩৭৩ রান তুলে এরই মধ্যে প্রথম ইনিংসে পাহাড় গড়েছে জো রুটের দল। ওল্ডট্র্যাফোর্ডে প্রথম টেস্টে ৩ উইকেটের নাটকীয় জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। আর এই সাউদাম্পনেই বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্ট ড্র হয়। সুতরাং সিরিজ ড্র করতে চাইলে এই টেস্টে জিততেই হবে সফরকারী পাকিস্তানকে। অন্যদিকে জিতলে অথবা ড্র করলেও সিরিজ পকেটে পুরবে ইংলিশরা। দলীয় ১২৭ রানে টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে শুক্রবার প্রথমদিনই বেশ চাপে পড়েছিল ইংল্যান্ড। ররি বার্নস, ডম সিবলি, অধিনায়ক জো রুট, ওলি পোপ সাজঘরে ফেরেন যথাক্রমে ব্যক্তিগত ৬, ২২, ২৯ ও ৩ রান করে। পরের গল্পটা কেবলই ক্রাউলি আর বাটলারের। পাকিস্তান বোলারদের নাকের জল চোখের জলে একাকার করে দুর্দান্ত ব্যাটিং করেছেন এই জুটি। মোহাম্মদ আব্বাস, ইয়াসির শাহদের সাধারণ মানে নামিয়ে স্বাগতিকদের রানের পাহাড়ে বসিয়েছেন দু’জনে। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ২৪৬ রানের জুটি গড়েছেন ক্রাউলি ও বাটলার। ৩৮৫ বলে ২২ চারে অপরাজেয় ১৮৬ রানের ক্ল্যাসিক্যাল ইনিংসটি সাজিয়েছেন ক্রাউলি। আর ২১০ বলে ১২ চার ও ২ ছক্কায় টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া বাটলার ১১৩ রান নিয়ে অপরাজিত। তবে ৯৯ রানে রিভিউ নিয়ে এলবিডব্লিউর হাত থেকে বেঁচে যান তিনি। আর দুর্দান্ত ব্যাটিং করা ক্রাউলিও যে নব্বইয়ের ঘরে চাপে ছিলেন সেটি দিনশেষে স্বীকার করেন ‘যখন আমি ৯১ রানে তখন খুবই স্নায়ুচাপে ভুগছিলাম। জস বুঝতে পারেনি আমার এই অবস্থা। এটা নিজের ভেতর লুকিয়ে রাখতে চেয়েছিলাম।’ ক্রাউলি আরও যোগ করেন, ‘আমি চেষ্টা করেছি প্রতি বল সোজা খেলতে, বলের মান দেখে খেলতে।’ টেস্টে সেঞ্চুরি এমনিতেই বিশেষ কিছু। তারমধ্যে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তো আরও আলাদা। তরুণ ডানহাতি ব্যাটসম্যান জানান, ‘এটা অবিশ্বাস্য অনুভূতি। সবাইকে যখন বারান্দায় হাততালি দিতে দেখলাম- অনেকটা আমার গোটা ক্যারিয়ার যেন চোখের সামনে জ্বলজ্বল করে উঠল।’ উল্লেখ্য, একাধিকবার বৃষ্টির বাগড়ায় দ্বিতীয়দিন লাঞ্চ পর্যন্ত খেলা হয় ১৮ ওভার।
×