ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সোফিয়ার একি হাল?

প্রকাশিত: ১২:০৬, ২৭ ফেব্রুয়ারি ২০২০

সোফিয়ার একি হাল?

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও পরাজয়ের স্বাদ পেলেন সোফিয়া কেনিন। মঙ্গলবার কাতার ওপেনের দ্বিতীয়পর্বেও লজ্জাজনক পরাজয়ের স্বাদ পেলেন অস্ট্রেরিয়ান ওপেনের চ্যাম্পিয়ন। ইউক্রেনের তরুণ প্রতিভাবান খেলোয়াড় ডায়ানা ইয়াসট্রেমস্কার কাছে এদিন ৬-৩ এবং ৭-৬ (৭/৪) ব্যবধানে হার মানেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর যা তার তৃতীয় হার। এই পরাজয়ের পর সোফিয়া কেনিন বলেন, ‘এটা সত্যি হতাশাজনক।’ ১৯ বছর বয়সী ইয়াসট্রেমস্কার প্রতিপক্ষ এখন গারবিন মুগুরুজা। স্প্যানিশ তারকা মুগুরুজা কাতার ওপেনের দ্বিতীয় রাউন্ডে ৬-১ এবং ৬-২ সেটে পরাজিত করেন এজলা টোমলজানোভিচকে। চলতি মৌসুমের শুরুটা বেশ ভালই করেছিলেন মুগুরুজা। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছিলেন তিনি। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে সোফিয়া কেনিনের কাছে হেরে যান এই স্প্যানিয়ার্ড। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের পর দুবাই চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালেরও টিকেট কেটেছিলেন মুগুরুজা। কিন্তু শেষ পর্যন্ত শেষ আটের ম্যাচে আমেরিকার জেনিফার ব্র্যাডির কাছে হেরে দুবাই থেকে ছিটকে যান তিনি। তবে কাতার ওপেনে টানা দুই জয় তুলে নিয়ে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন এই স্প্যানিয়ার্ড। জয় দিয়ে কাতার ওপেনের মিশন শুরু করেছেন এ্যাশলে বার্টিও। এদিন তিনি হারিয়েছেন জার্মানির লরা সিগেমুন্ডকে। কাতার ওপেনে নিজের প্রথম ম্যাচে এ্যাশলে বারটি ৬-৩ এবং ৬-২ গেমে পরাজিত করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৬৮ নম্বরে থাকা সিগুমুন্ডকে। অস্ট্রেলিয়ান ওপেনের পর এ্যাশলে বার্টির এটাই প্রথম টুর্নামেন্ট। নতুন মৌসুমের প্রথম মেজর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন তিনি। মেলবোর্নের শেষ চারে সোফিয়া কেনিনের কাছে হেরে ছিটকে গিয়েছিলেন ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন। এই জয়ের পর তাই দারুণ খুশি শীর্ষ তারকা। তিনি বলেন, ‘সর্বোপরি আমি খুব খুশি। কেননা এমন সময়ে এই জয়টা আমার খুব প্রয়োজন ছিল।’ এদিকে দুর্দান্ত ফর্মে থাকা এলিনা রিবাকিনাও জয়ের স্বাদ পেয়েছেন। রাশিয়ান বংশোদ্ভূত কাজাখ তারকা এদিন ৫-৭, ৬-২ এবং ৭-৬ (১০/৮) ব্যবধানে পরাজিত করেন এলিসন ভ্যান উটবান্সকে। চলতি মৌসুমে ইতোমধ্যেই চারটি টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন রিবাকিনা। শেনঝেনে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। কিন্তু বাকি তিন ফাইনালেই অবশ্য হেরে গেছেন রিবাকিনা। সর্বশেষ দুবাই চ্যাম্পিয়নশিপ এবং সেন্ট পিটার্সবার্গ ওপেনেরও ফাইনালে হার মানেন তিনি। সেন্ট পিটার্সবার্গে কিকি বার্টেন্স এবং দুবাইয়ে সিমোনা হ্যালেপের কাছে হেরে স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে কোর্ট ছেড়েছেন রিবাকিনা। ২০২০ সালে রিবাকিনা ইতোমধ্যেই ২১ জয়ের স্বাদ পেয়েছেন। অসাধারণ পারফর্ম করেই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বিশে উঠে এসেছেন এলিনা। অথচ ১২ মাস আগেও কোন আলোচনায় ছিল না তার নাম। গত বছর এই সময়ে র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ছিল ১৯৩ নম্বরে। সেই রিবাকিনাই এবার দাপট দেখাচ্ছেন টেনিস কোর্টে। বিশেরও বেশি ম্যাচ জিতে এই মুহূর্তে ১৭ নাম্বারে অবস্থান করছেন তিনি। তবে আজ আরও একটা বড় পরীক্ষা দিতে হচ্ছে কাজাখ তারকাকে। তার প্রতিপক্ষ যে এ্যাশলে বার্টি।
×