ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোমাকে হারিয়ে ফের শীর্ষে জুভেন্টাস

প্রকাশিত: ১২:০৪, ১৪ জানুয়ারি ২০২০

রোমাকে হারিয়ে ফের শীর্ষে জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি এ লীগে কষ্টের জয় পেয়েছে জুভেন্টাস। রবিবার টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে রোমাকে। সেই সঙ্গে দুই পয়েন্টের ব্যবধানে আবারও লীগ টেবিলের শীর্ষে উঠে এসেছে জুভেন্টাস। সিরি এ লীগে এবার দাপট দেখাচ্ছে ইন্টার মিলানও। কিন্তু একদিন আগেই সান সিরোতে আটালান্টার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ইন্টার। যে কারণে রোমাকে হারিয়ে উপরে উঠে আসার পথ সহজ হয়ে যায় তুরিনের জায়ান্টদের। ম্যাচ শুরুর তিন মিনিটেই পাওলো দিবালার ফ্রি-কিক থেকে ডেমিরালের গোলে প্রথম এগিয়ে যায় জুভেন্টাস। ১০ মিনিটে আর্জেন্টাইন তারকা দিবালাকে ডি বক্সের মধ্যে ফাউলের অপরাধে পেনাল্টি পায় জুভেন্টাস। স্পট কিক থেকে টানা ছয় ম্যাচে ৯ গোল করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। উভয় দলই প্রথমার্ধে ইনজুরি নিয়ে দুঃশ্চিন্তায় পড়ে যায়। জুভেন্টাসের গোলদাতা ডেমিরাল হাঁটুর ইনজুরির কারণে ১৯ মিনিটে মাঠ ত্যাগ করেন। অন্যদিকে রোমার তরুণ ইতালিয়ান মিডফিল্ডার নিকোলো জানিয়োলো ডান হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরিতে পড়লে ৩৬ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন। বর্তমান সময়ে জানিয়োলো ইতালির অন্যতম সেরা প্রতিভাবান ফুটবলার। এদিনই তার হাঁটুতে অস্ত্রোপচার করানোর বিষয়টি নিশ্চিত করেছে রোমা। তারপরও ম্যাচে ফেরার দারুণ সুযোগ পায় রোমা। কিন্তু কাজে লাগাতে পারেনি স্বাগতিক রোমা। তবে এ্যালেক্স সান্দ্রোর হ্যান্ডবল থেকে প্রাপ্ত পেনাল্টির সৌজন্যে দিয়েগো পেরোত্তি ৬৮ মিনিটে গোল করলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। কিন্তু তাতেও রোমার পরাজয় ঠেকাতে পারেনি। এই পরাজয়ের ফলে আটালান্টার সঙ্গে সমান ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে রোমা। অন্যদিকে ১৯ ম্যাচ থেকে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে জুভেন্টাস। এই ম্যাচ জয়ের পর জুভেন্টাসের কোচ মাউরিসিও সারি বলেন, ‘৬০ মিনিট পর্যন্ত আমরা বেশ ভাল খেলেছি। রোমার বিপক্ষে শেষ পর্যন্ত খেলাটা মোটেই সহজ কাজ নয়।’ অন্যদিকে রোমার কোচ পাওলো ফনসেকা বলেন, ‘জুভেন্টাসের মতো দলের বিপক্ষে খেলাটা যেখানে সহজ নয় সেখানে শুরুতেই দুই গোল হজম করে আমাদের আর ম্যাচে ফেরা হয়নি। তারপরও অসাধারণ একটি দলের সঙ্গে আমরা শেষ পর্যন্ত ভালই খেলেছি।’
×