ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রামে জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু ১৬ জানুয়ারি

প্রকাশিত: ০৭:৪৮, ১১ জানুয়ারি ২০২০

মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রামে জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু ১৬ জানুয়ারি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় দীর্ঘ ১৪ বছর পর ঢাকার বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুজিববর্ষ-২০২০ উপলক্ষে ৪৩তম জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা আগামী ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি চট্টগ্রামের এমএ আজিজ জাতীয় স্টেডিয়াম অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর। প্রতিযোগিতা উপলক্ষে শনিবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু), কোষাধ্যক্ষ জামাল হোসেন, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, ফরহাদ জেসমিন লিটি, মাহবুবা হোসেন বেলী প্রমুখ উপস্থিত ছিলেন। দেশের সর্ববৃহৎ ও বর্ণাঢ্য এই ক্রীড়ানুষ্ঠানে ৬৪ জেলা, ৮ বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি, বিজেএমসি ও এ্যাফিলিয়েটেড সামরিক ও বেসামরিক বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৫০০ (পুরুষ ও মহিলা) এ্যাথলেট ও ১৫০ কর্মকর্তা অংশগ্রহণ করবেন। এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা ২টি গ্রুপে ৩৬ ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের ২২টি ইভেন্ট ও মহিলাদের ১৪ ইভেন্ট।
×