ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিকেএসপির খেলোয়াড় মাহবুবের অকাল মৃত্যু

প্রকাশিত: ১০:০৬, ৯ মে ২০১৯

 বিকেএসপির খেলোয়াড় মাহবুবের অকাল মৃত্যু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বাস্কেটবলার এবং দশম শ্রেণীর নিয়মিত প্রশিক্ষণার্থী মাহবুবে এলাহী, ঢাকা মেডিক্যাল হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। মাহবুবে এলাহী গত ১৫ এপ্রিল বিকেএসপির ছাত্রাবাসের বাথরুমে অসুস্থ (জ্বর) অবস্থায় গোসল করতে গেলে ভুলক্রমে গরম পানির ঝর্ণা ছাড়লে তার শরীর ঝলসে যায়। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকগণ তার শরীরের ৪০ শতাংশ ঝলসে যাওয়ায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা চালিয়ে আসছিলেন। বিকেএসপি কর্তৃপক্ষ তার উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক পাঠানোর প্রস্তুতি নিলেও মাহবুব শেষ পর্যন্ত ২১ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে যান।
×