ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউনাইটেডে ফিরছেন ফার্গি

প্রকাশিত: ১২:২১, ২২ ফেব্রুয়ারি ২০১৯

ইউনাইটেডে ফিরছেন ফার্গি

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্বে ফিরছেন স্যার এ্যালেক্স ফার্গুসন! হ্যাঁ, এমন খবরে চমকে যেতে পারেন অনেকেই। তবে মূল দলের দায়িত্বে নয়, এক প্রদর্শনী ম্যাচে ম্যানইউর ডাগআউটে দাঁড়াবেন ইউরোপের ক্লাব ফুটবলের সফল এ কোচ। দীর্ঘ ২৬ মৌসুম রেড ডেভিলদের ডাগআউট সামলে কোচ ফার্গুসন অবসরে চলে যান ২০১৩ সালে। চলতি বছরের ২৬ মে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ম্যানইউর নাটকীয় এক ফাইনাল জয়ের ২০ বছর পূর্ণ হবে। ১৯৯৯ সালের ২৬ মে বেয়ার্ন মিউনিখকে ইনজুরি সময়ের দুই গোলের সুবাদে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জেতে কোচ ফার্গুসনের ম্যানইউ। ওই ম্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে ওল্ডট্র্যাফোর্ডে বিশেষ এক প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ। এতে মুখোমুখি হবে ‘লিজেন্ডস অব ম্যানচেস্টার ইউনাইটেড’ এবং ‘লিজেন্ডস অব বেয়ার্ন মিউনিখ’। ম্যানইউর কিংবদন্তির খেলোয়াড়দের নিয়ে গড়া দলের কোচের দায়িত্ব পালন করবেন ৭৭ বছর বয়সী স্যার এ্যালেক্স ফার্গুসন।
×