ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজকে নিয়ে ওয়ার্নারের মজার অভিজ্ঞতা

প্রকাশিত: ০৬:২৭, ৬ এপ্রিল ২০১৭

মুস্তাফিজকে নিয়ে ওয়ার্নারের মজার অভিজ্ঞতা

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর প্রথমবার আইপিএল (২০১৬) খেলতে গিয়েই বাজিমাত করেছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু ভাষাগত কারণে গত বছর আইপিএলের শুরু থেকে কিছুটা বিপদে ছিলেন বাংলাদেশের তরুণ পেসার। তিনি যে সেভাবে ইংরেজী বলতে পারেন না। অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নারকে তো তার বোলারের সঙ্গে পরিকল্পনা ভাগাভাগি করতে হয়। সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক জানিয়েছেন, একবার মুস্তাফিজকে মাথা খাটাতে বলায় উল্টো বুঝে বাউন্সার দিয়েছিলেন। গত আইপিএলে মুস্তাফিজের মুখের ভাষা বুঝতে অবশ্য বাংলা শেখারই চেষ্টা করেছিলেন ওয়ার্নার। এ তালিকায় ছিলেন হায়দরাবাদের অস্ট্রেলিয়ান কোচ টম মুডি, এমনকি মেন্টর ও প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণও। মুস্তাফিজের সঙ্গে যোগাযোগের ব্যাপারটি বেশ চালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন ওয়ার্নার। ২০১৭ আইপিএলের দশম আসর শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ওয়েবসাইটে দেয়া সাক্ষাতকারে ওয়ার্নার বলেন, ‘আমাকে তো একটু একটু বাংলা শিখতে হয়েছে। একজনকে নিয়েই বেশি চ্যালেঞ্জ ছিল। একবার ওকে আমার মাথার দিকে ইঙ্গিত করে বললাম, মাথাটা আরেকটু খাটাও। কিন্তু ও দিল বাউন্সার। ও আসলে বুঝতে পারেনি।’ হাসতে হাসতেই কথাগুলো বলেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান। বুধবার শুরু হয়েছে আইপিএলের দশম আসর। এবারের আইপিএলে মুস্তাফিজ ঠিক কয়টা ম্যাচ খেলবেন, সেটা এখনও নিশ্চিত নয়। হেরেও ইতালিয়ান কাপের ফাইনালে ল্যাজিও স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রোমার কাছে ৩-২ গোলে হেরেছে ল্যাজিও। কিন্তু তারপরও টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে ল্যাজিও। কেননা দুই লেগ মিলিয়ে যে তারা ৪-২ গোলে হারিয়েছে রোমাকে। ইতালিয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি হয়েছিল ল্যাজিও’র মাঠে। সেই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল স্বাগতিকরা। যে কারণেই মঙ্গলবার দ্বিতীয় লেগের ম্যাচে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই মাঠে নামে সফরকারীরা। ম্যাচ শুরুর ৩৭ মিনিটে মিলিনকোভিচ সাভিচের গোলে দ্বিতীয় লেগেও প্রথম এগিয়ে যায় ল্যাজিও। কিন্তু ৪৩ মিনিটে স্টিফেন এল শারাওয়ের গোলে সমতায় ফিরে স্বাগতিক দলটি। ৫৬ মিনিটে ইম্মোবিল গোল করলে আবারও এগিয়ে যায় সফরকারীরা। তবে দ্বিতীয়ার্ধের ৬৬ এবং ৯০ মিনিটে মোহাম্মদ সালাহর জোড়া গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। কিন্তু এরপর অবশ্য আর কোন গোল করতে পারেনি। যে কারণে রোমা ৩-২ ব্যবধানে দ্বিতীয় লেগের ম্যাচটি জিতলেও ফাইনালের টিকেট কাটে ল্যাজিও। ইতালিয়ান কাপের ছয়বারের চ্যাম্পিয়ন ল্যাজিও। ফাইনালে তাদের প্রতিপক্ষ হয় নেপোলি অথবা জুভেন্টাস।
×