
রাজশাহীর দুর্গাপুরে জয়কৃষ্ণপুর গ্রামে স্বল্প বৃষ্টিতে ডুবে যায় সম্পূর্ন রাস্তা হাঁটু পানি ভেঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চায়না শিক্ষার্থীরা। জনদুর্ভোগ চরমে দুই দেশকেও হয়নি কোনো সংস্কার।
উপজেলা মাড়িয়া ইউপির গ্রামটির প্রায় ২ হাজার বাসিন্দার যাতায়াতের একমাত্র রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দ, কাঁদা পানি মিলেমিশে একাকার হারাতে বসেছে রাস্তার দৃশ্য মানচিত্র।
সরজমিনে গিয়ে দেখা যায়, টানা কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা টিতে হাঁটু পানি জমেছে। জরুরী প্রয়োজনে পানি ভেঙ্গেই যাতায়াত করছেন গ্রামটির বাসিন্দারা। নিচু রাস্তা ভালো পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ চরমে উঠেছে।
গ্রামটির বাসিন্দা ছমির জনকন্ঠকে জানান, আমি ভ্যানচালক গাড়ি বাড়িতে নিয়ে যেতে পারি না। এক হাটু কাদা পানি ভেঙ্গে চালচাল করতে হয়। স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা খুব কষ্ট করে প্রতিষ্ঠানে যায়। অধিকাংশই পানির কারণে যেতে চায়না। কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।
আরেক বাসিন্দা ওহেদ আলী জনকণ্ঠ কে জানান, ২০ থেকে ২৫ বছর ধরে রাস্তাটির কোন সংস্কার নাই। আমরা কোন ফসল ফলাদি পরিবহন করতে পারিনা। পানি ভেঙ্গে যাতায়াত করতে হয়। অনেক জনপ্রতিনিধি আশ্বাস দিলেও কেউ কাজ করেনি। সরকারের কাছে দাবি রাস্তাটি সংস্কারের মাধ্যমে আমাদের কষ্ট কমানো হোক।
এবিষয়ে দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মাসুক ই মোহাম্মদ জানান, রাস্তাটির সংবাদ পেলাম। পরিদর্শক পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজু