ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ডেমরায় মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা 

প্রকাশিত: ২২:০২, ২৩ জুলাই ২০২৫

ডেমরায় মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরার শাপলা চত্বরে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাতনামা যুবকের (বয়স আনুমানিক ২৫) মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. কাকন মিয়া জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে আহত অবস্থায় উদ্ধার করি। স্থানীয়দের দাবি, তিনি শাপলা চত্বরের একটি নির্মাণাধীন ভবনে মোবাইল চুরি করতে গিয়েছিলেন বলে সন্দেহ করা হয়। পরে জনতা তাকে ধরে পিটুনি দেয়।

তিনি আরও বলেন, তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় এখনও জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তা শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

আঁখি

×