ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোনের ছাত্র উক্যচিং মারমার মরদেহ রাঙামাটির নিজ বাড়িতে পৌঁছেছে, শেষকৃত্য আগামীকাল

ইকবাল হোসেন, রাঙামাটি

প্রকাশিত: ২১:১৭, ২২ জুলাই ২০২৫; আপডেট: ২১:১৯, ২২ জুলাই ২০২৫

মাইলস্টোনের ছাত্র উক্যচিং মারমার মরদেহ রাঙামাটির নিজ বাড়িতে পৌঁছেছে, শেষকৃত্য আগামীকাল

ছবিঃ সংগৃহীত

মৃত্যুর কাছে হার মানলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র, রাঙামাটির রাজস্থলীর সন্তান উক্যচিং মারমা। ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ৩টায় তার মৃত্যু হয়। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ মিডিয়াম শাখার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

উক্যচিং মারমা রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজ পাড়া এলাকার বাসিন্দা। তার বাবা উসাইমং মারমা বাঙ্গালহালিয়া উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক।

আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিহত উক্যচিং মারমার মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৩টায় ধর্মীয় রীতিতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

নিহতের পিতা উসাইমং মারমা ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমার সন্তানকে আমরা শহরে পাঠিয়েছিলাম বড় স্বপ্ন নিয়ে, অথচ লাশ হয়ে ফিরল। আমি চাই না, আর কোনো মা-বাবা এভাবে সন্তান হারাক।” তিনি বিমান প্রশিক্ষণের ক্ষেত্রে জনবসতিপূর্ণ এলাকায় ঝুঁকিপূর্ণ কার্যক্রম পরিচালনা না করার দাবি জানান।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় উক্যচিং মারমা স্কুল ভবনের ভেতরেই অবস্থান করছিল। এতে সে মারাত্মকভাবে দগ্ধ হয় এবং তার শরীরের প্রায় শতভাগ পুড়ে যায়।

তার অকাল মৃত্যুতে রাজস্থলীসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

ইমরান

×