ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

৬ দফা দাবিতে ডিসি অফিস ঘেরাও করলেন সিএনজি চালকরা

পুলিশের অনিয়ম ও দুর্ব্যবহার আমাদের পেশা ও সম্মানের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে

রাকিবুল হাসান, পাবনা

প্রকাশিত: ১৭:১৮, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ১৭:১৯, ১৬ জুলাই ২০২৫

পুলিশের অনিয়ম ও দুর্ব্যবহার আমাদের পেশা ও সম্মানের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে

ছবিঃ সংগৃহীত

পাবনায় ট্রাফিক পুলিশের হয়রানি, অহেতুক মামলা ও অসদাচরণের প্রতিবাদসহ ছয় দফা দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করেছেন সিএনজি চালকরা।

বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলার বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক সিএনজি চালক মিছিলসহ ডিসি অফিস চত্বরে জড়ো হন। পরে তারা পাবনার জেলা প্রশাসকের কাছে দাবি-সংবলিত একটি স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে চালকরা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরেই তারা নানাবিধ সমস্যার সম্মুখীন। বিশেষ করে ট্রাফিক পুলিশের অনিয়ম, অহেতুক মামলা এবং দুর্ব্যবহার তাদের পেশা ও সম্মানের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে।

চালকদের ৬ দফা দাবিগুলো হলো:

১. ট্রাফিক পুলিশের অহেতুক মামলা, জরিমানা ও হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।
২. বৈধ কাগজপত্র যাচাই না করে মামলা দেওয়া যাবে না।
৩. চালকদের জন্য বাধ্যতামূলক আইডি কার্ড ও রেজিস্ট্রেশন চালু করতে হবে।
৪. অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
৫. শহরের গুরুত্বপূর্ণ স্থানে নির্ধারিত সিএনজি স্ট্যান্ড স্থাপন করতে হবে এবং স্ট্যান্ড ছাড়া যাত্রী ওঠানামা বন্ধ করতে হবে।
৬. ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে চালকদের সঙ্গে শালীন ও সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে।

সিএনজি চালক আমিরুল ইসলাম বলেন, “আমরা সৎভাবে খেটে খাওয়া মানুষ। প্রতিদিন কোনো না কোনো কারণে হয়রানির শিকার হই। অহেতুক মামলা, গালাগাল—সব কিছু আমাদের সহ্য করতে হয়। এসব বন্ধ না হলে আমরা কঠোর কর্মসূচির পথে যাব।”

তিনি আরও বলেন, “আমার সিএনজির জন্য ব্যাংকে টাকা জমা দিয়েছি, কিন্তু দীর্ঘদিনেও নম্বর প্লেট পাচ্ছি না। এ অবস্থায় আমাদের পক্ষে জীবনধারণ করাটাই কঠিন হয়ে পড়ছে।”

স্মারকলিপিতে পাবনা জেলা সিএনজি চালক ও মালিক সমিতি এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বাক্ষর করেন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পাবনা জেলা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইমরান

×