
ছবি: জনকণ্ঠ
খাগড়াছড়িতে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ বুধবার দুপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। সভায় বৈষম্যবিরোধী আহত ছাত্র প্রতিনিধি রাকিব মনি ইফতি, মোঃ জাহিদ, মোঃ জুনায়েদসহ অভিভাবকরা জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলোর অভিজ্ঞতা তুলে ধরেন।ট
আলোচনা সভায় খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মারুফ হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, এইচ এম প্রফুল্ল সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ জুলাই গণঅভ্যুত্থানের কথা তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আবু সাঈদরা জীবন দিয়েছেন। তাদের স্বপ্ন বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করা হবে। খাগড়াছড়ির এক শহীদ পরিবারের পাশেও থাকবে জেলা প্রশাসন। সভায় বলা হয়, জুলাই গণঅভ্যুত্থাতে খাগড়াছড়িতে ২০ জন আহত হন। যারা এরইমধ্যে গেজেটভুক্ত হয়েছেন। একইভাবে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইন্সটিটিউটেও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আবির