
সৈয়দপুরের পল্লীতে আগুনে ৯ পরিবারের ১১ ঘরসহ সর্বস্ব পুড়ে ছাই। আসবাবপত্রসহ নগদ টাকা, ধান-চাল, গরু-ছাগলসহ প্রায় ৫০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়ানী সুতারপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুলার আগুন বা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এর সুত্রপাত। কারন রান্না ঘরে প্রথম আগুন লাগে। পরে দ্রুত ছড়িয়ে পড়ে। আশেপাশের ১১ টি ঘর পুড়ে যায়। এতে ওই এলাকার বাচ্চু মামুদের ৪ টি ঘর, তার ছেলেদের ২ টি ঘর, প্রতিবেশী আছদ্দী মামুদের ছেলে হাফিজুলের ২ টি ও শরিফুলের ১ টি, তছদ্দী মামুদের ছেলে মন্টুর ১ টি ঘর এবং আমদ্দী মামুদের ছেলে ছোবেদ আলীর ১ টি ঘর মিলে ১১টি ঘরসহ সকল মালামাল সহ পুড়ে যায়। সাথে এজামুদ্দীর ছেলে তোফাজ্জল ও এন্দা, মন্টুর ছেলে লিটন ও আকুবুল, নান্টুর ছেলে কালা ও লালের ঘরেও আগুনে ক্ষতি গ্রস্থ হয়েছে।
খবর পেয়ে তারাগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘ ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন, আগুনের ভয়াবহতা ব্যাপক ছিল তাই মূহুর্তে ৯ টি পরিবারের ১১ টি ঘর পুড়ে গেছে। এসব পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। আমরা প্রাথমিক ভাবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কম্বল দেয়াসহ শুকনা খাবারের ব্যবস্থা করেছি। তবে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর প্রায় ৪০ জন সদস্য চরম ভোগান্তিতে পড়েছেন।
সাজিদ