ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

১৬০ টাকা মূল্যে বিক্রি করে ৯ দিনে আয় ১ কোটি ২০ লাখ টাকা 

প্রকাশিত: ১৪:৪৩, ১১ নভেম্বর ২০২৪; আপডেট: ১৫:৩৭, ১১ নভেম্বর ২০২৪

১৬০ টাকা মূল্যে বিক্রি করে ৯ দিনে আয় ১ কোটি ২০ লাখ টাকা 

ছোট পরিবারের কেনার সুবিধার্থে গরুর মাংসের সঙ্গে আলুসহ কম্বো প্যাক নিয়ে এসেছে ‘স্বপ্ন’  যেখানে কম্বো প্যাকটির নাম গরুর মাংস-আলু মিক্স (স্মল)- ছোট এই প্যাকে থাকছে গরুর মাংস ২০০ গ্রাম এবং আলু ১০০ গ্রাম (১০ পিস গরুর মাংসের সাথে ১০ পিস আলু)-যার বিক্রয়মূল্য রাখা হয়েছে মাত্র ১৬০ টাকা ।

আর একটি প্যাকে থাকছে গরুর মংস-আলু মিক্স (লার্জ)- বড় এই প্যাকে ৩৭৫ গ্রাম মাংসের সঙ্গে ২০০ গ্রাম আলু থাকবে-যার বিক্রয়মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা।  

বর্তউমান বাজার দরের সাথে তাল মিলিয়ে অনেকেই উঠতে পারছেনা  তাই উচ্চ খাদ্য মূল্যস্ফীতির এই সময়ে নিম্ন-মধ্যবিত্তদের সুবিধার্থে ২০০ গ্রাম গরুর মাংস ও ১০০ গ্রাম আলুর কম্বো প্যাক বিক্রি শুরু করেছে স্বপ্ন সুপার শপ। প্রতিষ্ঠানটির তথ্যমতে, মাত্র ৯ দিনে ১৬০ টাকা মূল্যের এই কম্বো প্যাক বিক্রি হয়েছে ৭৫,০০০টি— যা টাকার অঙ্কে ১ কোটি ২০ লাখ টাকা। 

রোববার (১০ নভেম্বর) তেজগাঁও নভো টাওয়ারে স্বপ্নের প্রধান কার্যালয়ে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাব্বির হাসান নাসির প্রতিষ্ঠানটির সাম্প্রতিক ব্যবসায়িক মডেল সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেন।  সরকার পতনের পর স্বপ্নের সেলস গ্রোথ ছিল নেগেটিভে। কিন্তু এখন স্বপ্নের গ্রোথ চলে এসেছে ১৫ শতাংশে। কোনো কোনো সেগমেন্টে এই গ্রোথ ৫০-৯০ শতাংশ পর্যন্ত বেড়েছে।" 

এ সময় বাজার ব্যবস্থাপনায় জোর দেওয়ার পাশাপাশি সরকারের কিছু উদ্যোগ ভালো প্রভাব ফেলছে বলে জানান স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক।  "এছাড়া বেশি বিক্রিত আইটেমগুলোর মধ্যে রয়েছে— ১৩৫ টাকার ৪পিস রুই মাছ, বেগুন ও আলুর কম্বো; ১০০ টাকায় মুড়িঘণ্ট; ৬০ টাকায় ২ পিস মাছ ও আলুর কম্বো; ৬৫ টাকায় খিচুড়ির জন্য চাল-ডাল ও ২টি ডিমের কম্বো এবং ৫০ টাকার সবজি মিক্স," যোগ করেন তিনি। 

জাফরান

×