ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

ব্যাংকের শাখা স্থানান্তর চেষ্টার প্রতিবাদে  মানববন্ধন 

প্রকাশিত: ২১:৪৭, ১০ নভেম্বর ২০২৪

ব্যাংকের শাখা স্থানান্তর চেষ্টার প্রতিবাদে  মানববন্ধন 

.

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকীবাজারে কৃষি ব্যাংকের শাখা অফিস স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। রবিবার দুপুরে কাপাশহাটিয়া ইউনিয়নের ভালকীবাজারে ব্যাংকের শত শত গ্রাহক ও এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে ভালকীবাজারে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান ইমদাদ হোসেন, মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম, মহিউদ্দীন মাস্টার, স্থানীয় মসজিদের ইমাম কুতুব উদ্দীন মন্ডল, বিসিআইসি সার ডিলার আব্দুল খালেক, স্কুল শিক্ষক ফয়জুর রহমান ফয়েজ, মোয়াজ্জেম হোসেন, খালেদুর রহমান, জাফর আলতাফ সোনা, সোহরাব হোসেন ম-ল, সাবেক ইউপি সদস্য সালাহউদ্দীন, প্রভাষক ওলিয়ার রহমান, মিজানুর রহমান ও লিন্টু ম-ল।

×