ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

পারিবারিক কলহে স্ত্রীর ছুরির আঘাতে স্বামী নিহত

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ

প্রকাশিত: ২১:৩৫, ২৪ জুলাই ২০২৪

পারিবারিক কলহে স্ত্রীর ছুরির আঘাতে স্বামী নিহত

বাকেরগঞ্জ উপজেলা।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহিন হাওলাদার তার স্ত্রীর ছুরির আঘাতে নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুলাই) রাতে রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামে শাহিন হাওলাদার তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, পারিবারিক কলহের জেরে স্ত্রী মারিয়া বেগমের সাথে কথা কাটাকাটি হয়। এ সময় তার স্ত্রী ধারাল ছুরি দিয়ে শাহিন হাওলাদারের বুকের মধ্যে আঘাত করেন। স্থানীয়রা আহত শাহিন হাওলাদারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকের কলেজ হাসপাতালে পাঠায়। পরে শাহিন হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘শাহিন হাওলাদারের মৃত্যু দেহ ময়নাতদন্ত শেষে পারিবারের কাছে দেওয়া হয়েছে। এই ঘটনায় হত্যাকারি শাহিনের স্ত্রী মারিয়া বেগমকে গতকাল রাতেই থানার পুলিশ গ্রেপ্তার করেছে।’
 

 

এম হাসান

×