ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নাটোরে চলছে ভোট গণনা

নিজস্ব সংবাদদাতা, নাটোর

প্রকাশিত: ১৬:৫৯, ৭ জানুয়ারি ২০২৪

নাটোরে চলছে ভোট গণনা

ভোট গণনা

অবাধ, সুষ্ঠ, উৎসব ও আনন্দমূখর পরিবেশের মধ্য দিয়ে নাটোরের চারটি সংসদীয় আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্ধারিত সময়ের মধ্যে ভোট গ্রহণ সম্পন্নের এখন চলছে ভোট গণনা। নাটোরের চারটি সংসদীয় আসনে ভোটাররা প্রায় ৪২ শতাংশ ভোট প্রদান করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভূঁইয়া জানান, চারটি সংসদীয় আসনের ৫৬৬টি কেন্দ্রে সুষ্ঠ ও আনন্দ মুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। জেলায় বড় ধরনের কোন সহিংসতা কিংবা অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। তবে দু একটি বিক্ষিপ্ত ছোট খাট ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।

এদিকে সকালের দিকে ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যাও বাড়তে থাকে। ভোটকেন্দ্র গুলোতে পুরুষের চাইতে নারী ভোটারদের বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নাটোরের মোট চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লক্ষ ৬২ হাজার ৬৮২জন, ভোট গ্রহণ কর্মকর্তা ১০১৭৮ জন।

 

এস

×