ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইউএস ওপেন জিতে আলকারাজের ইতিহাস

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১:১৫, ১৩ সেপ্টেম্বর ২০২২

ইউএস ওপেন জিতে আলকারাজের  ইতিহাস

শিরোপা হাতে স্পেনের কার্লোস আলকারাজ

জীবনের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলেন কার্লোস আলকারাজরবিবার নরওয়ের ক্যাসপার রুডকে পরাজিত করে ইউএস ওপেন জয়ের স্বাদ পেলেন স্প্যানিশ টেনিস তারকাশিরোপা জয়ের লড়াইয়ে ১৯ বছরের এই স্প্যানিয়ার্ড ৬-৪, ২-৬, ৭-৬ (৭/১) এবং ৬-৩ ব্যবধানে হারান নরওয়ের ক্যাসপার রুডকেসেইসঙ্গে নিজেকে নিয়ে যান ইতিহাসের পাতায়এযাবকালের টেনিস ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করে নেন আলকারাজশুধু তাই নয়? পুরুষ এককে ১৭ বছরের মধ্যে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মেজর কোন ট্রফি উঁচিয়ে ধরার কীর্তিও এখন তারএর আগে এই রেকর্ড গড়েছিলেন তারই স্বদেশী রাফায়েল নাদালআর ইউএস ওপেনে তিন দশকেরও বেশি সময় পর সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন আলকারাজতার আগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নিউইয়র্কে ইউএস ওপেনের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন পিট সাম্প্রাস, ১৯৯০ সালে

জীবনের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের পর আনন্দে আত্মহারা আলকারাজসাফ জানিয়ে দেন তিনি এখন ট্রফি উপভোগ ভিন্ন অন্য কিছুই করতে নারাজক্যাসপার রুডকে হারানোর পর স্পেনের এই টেনিস তারকা বলেন, ‘এখন আমি কেবলামাত্র মুহূর্তটাই উপভোগ করতে চাইকারণ নিজের হাতে ট্রফি থাকার ব্যাপার দারুণ উপভোগ করছিতবে বর্তমান বিশ্ব টেনিসের পোস্টার বয় এর তকমা লাগানো এই আলকারাজ একটা বার্তাও দিয়ে রাখলেন সরাসরিতিনি বলেন, ‘অবশ্যই আমি আরও বেশি গ্র্যান্ডস্লাম জিততে ক্ষুধার্তর‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল প্রসঙ্গে আলকারাজ জানান, তিনি এখানেই থেমে থাকতে নারাজতার ভাষ্যমতে, ‘আমি আরও অনেক অনেক সপ্তাহ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকতে চাইআশা করি, তা অনেক অনেক বছরেও নিয়ে যেতে পারবতবে গ্র্যান্ডস্লাম জয়ের পরও পা মাটিতে রাখছেন আলকারাজযিনি ইতোমধ্যেই ৬টি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেনচলতি বছরেই যা রেকর্ড সর্বোচ্চ পাঁচটিযার মধ্যে ইউএস ওপেন ছাড়াও রয়েছে সমান দুটি করে মাস্টার্স ১০০০ এবং এটিপি ৫০০ পর্যায়ের শিরোপা

 

×