
ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশ ‘‘এ’’ দলকে নেতৃত্ব দেবেন আকবর আলী
ছেলেদের ইমার্জিং টিমস এশিয়া কাপ টি২০ চলতি মাসের ১৮ তারিখ থেকে ওমানে শুরু হবে। আসন্ন এই টুর্নামেন্টের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই আসরে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে আকবর আলীকে। এছাড়া ঘোষিত দলে আছেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার। ৮ দল নিয়ে এবারও ইমার্জিং টিমস এশিয়া কাপ টি২০ অনুষ্ঠিত হবে।
ইমার্জিং টিমস এশিয়া কাপে এবার ‘‘এ’’ গ্রুপে বাংলাদেশ ‘এ’ দল ছাড়াও আছে শ্রীলঙ্কা ‘এ’. আফগানিস্তান ‘এ’ ও হংকং জাতীয় দল। ‘‘বি’’ গ্রুপে খেলবে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, ওমান ও আরব আমিরাত। ১৮ অক্টোবর হংকং, ২০ অক্টোবর আফগানিস্তান ‘এ’ ও ২২ অক্টোবর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ ‘এ’। ২৭ অক্টোবর ফাইনাল দিয়ে শেষ হবে এই আসরটির।
শনিবার ভারত সফরে ৩ ম্যাচের টি২০ সিরিজ শেষ করেছে বাংলাদেশ। সেই সিরিজে বাংলাদেশ জাতীয় দলে ছিলেন পারভেজ। এছাড়া এই সিরিজে খেলা তাওহিদ হৃদয় এবং দলে থাকা বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান আছেন ইমার্জিং টি২০ স্কোয়াডে।
অনেক আগেই জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলেছেন ওপেনার মোহাম্মদ নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, আবু হায়দার রনি। আর অফস্পিনার আলিস আল ইসলাম ইতোমধ্যেই একবার টি২০ দলে ডাক পেয়েও খেলার সুযোগ হয়নি ইনজুরির কারণে। ডানহাতি পেসার রেজাউর রহমান রাজা অনেক দিন ধরেই টেস্ট স্কোয়াডে ছিলেন। অবশ্য অভিষেক হয়নি তার।
এছাড়া দলে থাকা উদীয়মান কয়েকজন ক্রিকেটার আগে থেকেই জাতীয় দলে প্রবেশের মুখে আছেন। এর মধ্যে জিশান আলম, বাঁহাতি অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি, উইকেটরক্ষক আকবর আলি, পেসার রিপন মণ্ডল আছেন।
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দলঃ
পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), সাইফ হাসান ,জিশান আলম, মোহাম্মদ নাইম শেখ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, আকবর আলি, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিক, আলিস আল ইসলাম, রেজাউর রহমান রাজা, মারুফ মৃধা ও রিপন মন্ডল।
মামুন/শহিদ