ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

বেলিংহামের বাহাদুরিতে জয়ে শুরু রিয়াল মাদ্রিদের

জাহিদুল আলম জয়

প্রকাশিত: ০০:৫৭, ২২ সেপ্টেম্বর ২০২৩

বেলিংহামের বাহাদুরিতে জয়ে শুরু রিয়াল মাদ্রিদের

রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক যুড বেলিংহাম (জার্সি-৫)

নতুন মৌসুমের শুরু থেকেই ইংলিশ তরুণ জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদের রক্ষাকবচ হিসেবে কাজ করে চলেছেন! যখনই দলের প্রয়োজন তখনই জ্বলে উঠছেন ২০ বছর বয়সী এই মিডফিল্ডার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচে আরও একবার সে স্বাক্ষর রেখেছেন তিনি। বুধবার রাতে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাবুতে সবাই যখন ধরে নিয়েছেন ড্র নিয়েই মাঠ ছাড়তে হবে গ্যালাক্টিকোদের; তখনই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন বেলিংহাম। ‘সি’ গ্রুপের ম্যাচের অন্তিম সময়ে তার করা গোলেই সফরকারী জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনকে ১-০ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে রিয়াল। গ্রুপের আরেক ম্যাচে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং ব্রাগাকে ২-১ গোলে হারিয়েছে ইতালির নেপোলি। 
পুরো ম্যাচেই বাক্সন্দী হয়ে থাকলেও শেষ মুহূর্তে খেল দেখিয়ে হিরো বনে গেছেন বেলিংহাম। এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় রিয়ালের হয়ে ছয় ম্যাচে ছয় গোল করেছেন তিনি। মাত্র চার বছর আগে জার্মান বুন্দেসলিগায় উন্নীত হয়ে এবারই প্রথমবারের মতো ইউরোপীয়ান শীর্ষ ক্লাব আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে ইউনিয়ন বার্লিন। অভিজাত আসরে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ পারফর্ম্যান্স প্রদর্শন করেছে তারা। ম্যাচে রিয়ালের রডরিগো ও জোসেলুর শট বারপোস্টে লেগে প্রতিহত হয়। তাছাড়া ইউনিয়ন বার্লিন গোলরক্ষক ফেডেরিক রোনো বারবার রিয়ালের আক্রমণ রুখে দিয়েছেন।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি বলেন, শেষ মিনিটে গোল করার অর্থ হলো এই জার্সির স্পিরিট এমনই। কোনোভাবেই ম্যাচ ছেড়ে দেয়া যাবে না। বেলিংহাম অসাধারণ একজন খেলোয়াড়। তবে ভাগ্যও তাকে সহায়তা করেছে। কারণ গোলটি হয়েছে ফিরতি বলে। বেলিংহাম সঠিক পজিশনে ছিল। নিচে থেকে সে উপরে উঠে এসেছিল। অন্য যে কারো চেয়ে তার তীক্ষèতা বেশি  ছিল। ইউনিয়ন বার্লিন কোচ ফিশার বলেন, মাত্র এক মিনিট আগে আমরা পয়েন্ট হারিয়েছি। কিন্তু অন্যদিক থেকে বলতে গেলে পুরো দলের পারফরমেন্সে আমি দারুণ গর্বিত। সম্ভাব্য সবকিছুই তারা করেছে।
‘এ’ গ্রুপের ম্যাচে গোলরক্ষক আন্দ্রে ওনানার ভুলে বায়ার্ন মিউনিখের কাছে ৪-৩ গোলে পরাজিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর ফলে সবমিলিয়ে টানা তিন পরাজয়ে ইউনাইটেড কোচ এরিক টেন হাগ পড়েছেন তোপের মুখে। মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারানায় ম্যাচের শেষভাগে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো (৮৮, ৯০+৫) জোড়া গোল করেও ম্যানইউকে রক্ষা করতে পারেননি। ২৮ মিনিটে লেরয় সানের দুর্দান্ত শট ওনানার হাত ফসকে জালে জড়ালে এগিয়ে যায় বায়ার্ন। ম্যাচ শেষে ওনানা বলেন, আমার ভুলের কারণে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন সময়, বিশেষ করে আমার কাছে। কারণ আমি পুরো দলকে ছোট করেছি। আমার কারণেই ইউনাইটেড হেরেছে। 
গত বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা ইন্টার মিলানের হয়ে দারুণ ছন্দে ছিলেন ক্যামেরুনের এই গোলরক্ষক। কিন্তু ৪৭ মিলিয়ন পাউন্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে আসার পর থেকে ইউনাইটেড ক্যারিয়ারে এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি। ১৯৭৮ সালের পর এই প্রথমবারের মতো টানা তিন ম্যাচে ইউনাইটেড তিন বা তার বেশি গোল হজম করেছে। ৩৭ বছরের মধ্যে এই প্রথমবারের মতো মৌসুমের প্রথম ছয় ম্যাচের চারটিতেই হেরেছে ম্যানইউ। যে কারণে হতাশ ওনানা আরও বলেন, ম্যানচেস্টারে আমার শুরুটা মোটেই ভালো হলো না।

এভাবে আমি খেলতে চাইনি। ক্যারিয়ারে অন্যতম বাজে খেলা খেলেছি। পুরো দলের জন্য বিষয়টা কঠিন। ম্যানইউ কোচ টেন হাগ বলেন, বায়ার্নে এসে যখন তুমি তিন গোল করবে তখন অন্তত এক পয়েন্ট পাওয়া উচিত ছিল। প্রথম ২৫ মিনিটে আমাদের গোল করা উচিত ছিল। যে গোলগুলো আমরা হজম করেছি সেগুলো হওয়ার কথা ছিল না। এটা শুধুমাত্র একটি ভুল নয়। এজন্য সবাই দায়ী। 
অন্যদিকে দুর্দান্ত এক জয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফেরা স্মরণীয় করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। ‘বি’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে গার্নাসরা ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনকে। ছয় বছরে প্রথমবারের মতো ইউরোপিয়ান এলিট ক্লাব প্রতিযোগিতায় ফিরে এসে নিজেদের আধিপত্য প্রমাণ করেছে গানার্সরা। প্রথমার্ধে বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর ট্রোসার্ডকে দিয়ে ব্যবধান দ্বিগুণ করান সাকা। গ্যাব্রিয়েল জেসুসের তৃতীয় গোলের যোগানদাতা ছিলেন ট্রোসার্ড।

বিরতির পর এক হালি গোল পূর্ণ করেন মার্টিন ওডেগার্ড। ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার রাতটা ছিল দুর্দান্ত। এখানকার পরিবেশও ছিল দেখার মতো। ম্যাচের আগে চ্যাম্পিয়ন্স লিগের থিম সং শুনে সকলেই আবেগতাড়িত হয়ে গিয়েছিল। আমাদের এই সাহসিকতা ধরে রাখতে হবে। এই রাতটা আমাদের উপভোগ করার। ক্লাব ইতিহাসে এই ম্যাচটি সবসময়ই স্মরণীয় হয়ে থাকবে।

×