
ফাইল ছবি।
আইপিএল ও পিএসএলের পর এবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাবেও ‘না’ বলে দিলেন জাতীয় দলের বোলিং বিভাগের নেতা তাসকিন।
মূলত ওয়ানডে বিশ্বকাপের বছরে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে তাসকিনের চোটের ঝুঁকি এড়াতে তাকে দীর্ঘ পরিসরের ক্রিকেটেই না খেলানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। চোট থেকে ফেরায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খুব প্রয়োজন না হলে না খেলানোরই কথা।
মূলত দলের সঙ্গে রেখে পরিচর্যা করার জন্যই তাসকিনকে টেস্ট স্কোয়াডে নেয়া হয়েছে। বিসিবির সঙ্গে আলোচনা করে তাই গিবসনকে না-ই করে দিয়েছেন তাসকিন।
এমএম