
সাফ চ্যাম্পিয়ন শিরোপা জয়ী মেয়েরা ছাদ খোলা বাসে উচ্ছ্বাসে ভাসছে।
নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে প্রশংসায় ভাসাচ্ছে পুরো দেশ। সাফজয়ী মেয়েরা দেশে না ফিরতেই একের পর এক পুরস্কার ঘোষণার খবর পাচ্ছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পর সাফ চ্যাম্পিয়নশিপ জেতা নারী দলের জন্য ৫০ লাখ পুরস্কার ঘোষণা করেছে দেশের অন্যতম নির্মাণ সংস্থা তমা গ্রুপ। এবার এই তালিকায় যোগ দিয়েছেন এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালাম। নিজের ব্যক্তিগত উদ্যোগে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দরে উপস্থিত সংবাদকর্মীদের সামনে এ ঘোষণা দিয়েছেন তমা গ্রুপের চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। খেলোয়াড়দের সাফল্যের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।
আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সাফজয়ী নারী দলকে ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার দেওয়া হবে।
বিবৃতিতে বিসিবি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সাবিনা খাতুনের দল সারা দেশের মানুষকে গর্বিত করায় তাদেরকে ক্রিকেট বোর্ড উৎসাহ দিতে চায়। নারী ফুটবল দল পুরো জাতীকে গর্বিত করেছে। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ঐতিহাসিক শিরোপা অর্জন করেছে। তাদের উৎসাহ দিতে চায় বিসিবি। এই কারণে তাদেরকে আমরা ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিচ্ছি।
বিবৃতিতে আরও বলা হয়, সাফের এই শিরোপা জয় বাংলাদেশের নারীদের খেলাধুলায় দারুণ উৎসাহ দিবে। সারা দেশের মেয়েরা আরও উৎসাহ পাবে। আরও বড় আন্তর্জাতিক সাফল্য আসবে।
খেলোয়াড়দের নিজ জেলা ময়মনসিংহ, রাঙামাটি, খাগড়াছড়ি, সাতক্ষীরা, টাঙ্গাইল জেলা প্রশাসন থেকেও দেয়া হবে পুরস্কার, সংবর্ধনা ও আর্থিক সহায়তা।
এর আগে, গত সোমবার নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে পরাজিত করে প্রথমবারের মত সাফ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। তাদের সাফল্যে ভাসছে পুরো বাংলাদেশ।
এসআর