ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচন্ড বৃষ্টিতে মিরপুর টেস্টের দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে পারেনি

প্রকাশিত: ১৩:৪২, ২৫ মে ২০২২

প্রচন্ড বৃষ্টিতে মিরপুর টেস্টের দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে পারেনি

অনলাইন ডেস্ক ॥ মিরপুর টেস্ট তৃতীয় দিনের প্রথম সেশনের মধ্যাহ্ন বিরতির মাঝে নামলো ঝুম বৃষ্টি। প্রচন্ড বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে পারেনি। তবে আজ খেলা হবে কি না তা নিশ্চিত বলা যাচ্ছেনা। জানা গেছে, আজকে বিকেল অবধি রাজধানীতে বৃষ্টি থাকার সম্ভবনা আছে। সন্ধ্যার দিকে কিছুটা বিরতি থাকবে। তারপর রাতে আবারও বৃষ্টির সম্ভবনা আছে। তবে আগামীকাল বৃষ্টির সম্ভবনা কম। আজ সাকালে ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৪ উইকেট হারিয়ে ২১০ রান তুলেছে শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ৩০ ও ম্যাথিউস অপরাজিত আছেন ২৫ রানে। বাংলাদেশের চেয়ে এখনও ১৫৫ রানে পিছিয়ে আছে সফরকারীরা। তৃতীয় দিনের প্রথম ঘণ্টায়ই অবশ্য সাফল্য এনে দেন এবাদত হোসেন। এরপর সাকিব আল হাসান করেন যেকোনো অফ স্পিনারের স্বপ্নের ডেলেভারি। কিন্তু এরপরই বাকিটা সময় স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয়া ডি সিলভা। সকালে কাসুন রাজিথাকে ফেরান এবাদত হোসেন। তার অফ স্টাম্পে পড়া লেন্থ বল আঘাত হানে রাজিথার স্টাম্পে। ১২ বলে ০ রান করে সাজঘরে ফেরত যান তিনি। তার বিদায়ের পর বাংলাদেশকে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। আগের দিন শেষ বিকেলে কুশল মেন্ডিসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে বাংলাদেশকে স্বস্তিতে রেখে দিনশেষ করেছিলেন সাকিব। আজও সকালটা রাঙালেন তিনি। করুণারত্নেকে প্রথমে কয়েকটি বলে ‘সেট আপ’ করে নেন সাকিব। এরপরই করেন নিজের স্বপ্নের বলটি। রাউন্ড দ্য উইকেটে এসে করুণারত্নেকে ড্রাইভ খেলতে আমন্ত্রণ জানান সাকিব। করুণারত্নে সেটি খেললেও অফ স্টাম্পের বাইরে পড়া বল টার্ন করে ওই জায়গা দিয়ে গিয়েই স্টাম্পে আঘাত হানে। ১৫৫ বলে ৮০ রান করে সাজঘরে ফেরত যান করুণারত্নে। কিন্তু এরপর বেশ স্বাচ্ছন্দ্যেই বাকিটা সময় পাড় করেন ধনঞ্জয়া ও ম্যাথিউস। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করলেও ততক্ষণের লাঞ্চের সময় হয়ে গিয়েছিল। আম্পায়ারও তার ঘোষণা দেন। বাংলাদেশের পক্ষে সাকিব ২টি ও এবাদত ২টি উইকেট পেয়েছেন।
×