টোকিও ওপেনে রিটার্ন শট খেলছেন রাশিয়ার একাতেরিনা আলেক্সান্দ্রোভা
টোকিওতে টোরে প্যান প্যাসিফিক ওপেন টেনিসে এককের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রাশিয়ার একাতেরিনা আলেক্সান্দ্রোভা ও ভেরোনিকা কুদারমেতাভা। প্রথম রাউন্ডে অষ্টম বাছাই আলেক্সান্দ্রোভা তার স্বদেশী আনা সপ্তম বাছাই কালিনাস্কায়াকে হারিয়েছেন ৭-৬, ৬-১, ৭-৫ সেটে। আর অষ্টম বাছাই কুদারমেতাভা ব্রিটেনের হ্যারিয়েট ডার্ডের বিপক্ষে ৬-৩, ৭-৬ (৪) সেটের দাপুটে জয় পেয়েছেন। এককে এদিন আরেক রাশান ষষ্ঠ বাছাই দারিয়া কাসাতকিনাও দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন। ইউক্রেনের মার্তা কস্তিয়ানাকে তিনি হারিয়েছেন ৩-৬, ৬-৪, ৬-৩ সেটে।
নারী এককে রাশিয়ান তারকাদের দাপটের দিনে অবশ্য চেক রিপাবলিকের লিন্দা নোস্কোভা এবং গ্রিসের দেসপিনা পাপামিচাইলও জয় পেয়েছেন। জাপানের হিমিয়ানো সাকাতুমোকে সরাসরি ৬-২, ৭-৫ সেটে হারিয়েছেন নোস্কোভা। আর জাপানেরই সাকুরা হোসিইর বিপক্ষে পাপামিচাইলের জয় ৭-৬ (৩), ৭-৫ সেটে। ওদিকে প্রমীলা ডাবলসের শেষ ষোলোয় জয় পেয়েছেন নরওয়ের উলরিক্কি এইকেরি এবং এস্তোনিয়ার এনগ্রিদ নিল জুটি। যুক্তরাষ্ট্রের তারকা জুটি জেসিকা পেগুলা এবং অ্যাশলিন ক্রুজারকে তারা হারিয়ে দিয়ে দিয়েছেন ৬-৪, ৩-৬, ১০-৫ সেটে। আরেক ম্যাচে জয় পেয়েছেন জাপানের শুকো আয়োমা এবং এনা শিবাহারা জুটি। স্বদেশী ম্যায় হোনতামা-মায়োকা উচিমা জুটিকে তারা হারিয়েছেন ৭-৬ (৫), ১-৬, ১০-৬ সেটে।