ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

বিশ্বকাপে ভালো করার আশায় ভারত গেল ক্রিকেট দল

মো. মামুন রশীদ

প্রকাশিত: ২২:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২৩

বিশ্বকাপে ভালো করার আশায় ভারত গেল ক্রিকেট দল

বিশ্বকাপে ক্রিকেট দল

এপিজে আব্দুল কালাম একটি প্রেরণাদায়ক কথা বলেছেন, স্বপ্ন হচ্ছে সেটি যা আপনাকে ঘুমাতে দেয় না। তার উক্তির সঙ্গে এখন সাজুয্য পাওয়া যাচ্ছে কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহের কথার। তিনি এশিয়া কাপে দলের ব্যর্থতার পর বলেছেন যদি এই দলটিকে নিয়ে বিশ^কাপ জয়ের স্বপ্ন দেখেন, তাহলে বলব ঘুম থেকে জাগুন! তার এই কথায় ক্রিকেটপ্রেমীদের মনে লেগেছে রীতিমতো আগুন! কিন্তু হাতুরু হয়তো ক্রিকেটারদের জাগরণের বার্তাই দিতে চেয়েছেন। বিশ^কাপে বাংলাদেশের সেরা সাফল্য ৩ ম্যাচ জেতা এবং ২০১৫ আসরে কোয়ার্টার ফাইনালে ওঠা।

সম্প্রতি দলে এত পরিবর্তন এসেছে আর নানাবিধ বিতর্ক আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে, টালমাটাল হয়েছে টিম ম্যানেজমেন্ট- তাতে বাংলাদেশের ক্রিকেটের গ্রাফ হয়েছে নিম্নগামী। ঘরের মাঠে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে ১৫ বছর পর সিরিজ হেরে বিশ^কাপ মঞ্চে নামতে হবে। অথচ শেষ মুহূর্তে নানা নাটকীয়তায় সবার পরে ঘোষণা করা দলে রাখা হয়নি মাত্র ২ মাস আগে নেতৃত্ব ছাড়া তামিম ইকবালকে। বুধবার বিকেলে সরাসরি ফ্লাইটে অসম গেছে বাংলাদেশ দল। সবার আশা বিতর্ক পেরিয়ে ভালো কিছু করার।  
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন সব ম্যাচেই আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের স্বপ্ন নিয়ে প্রশ্ন করা হয়েছে ক্রিকেটারদের। প্রতিবারই হাতুরুর কথার বিপরীতটাই বলেছেন ক্রিকেটাররা। নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, তাদের অনেক আগে থেকেই স্বপ্ন বিশ^কাপে ভালো করার। এ ছাড়া দলে ঠাঁই না পাওয়া তামিম সরাসরিই বিরোধিতা করেন প্রধান কোচের কথায়। তিনিও জানিয়েছেন, স্বপ্ন না থাকলে কখনোই ভালো কিছু করা যায় না। সবমিলিয়ে তাই হাতুরু তার মন্তব্যের জন্য তোপের মুখেই পড়েছেন। ভালো অবস্থানে থাকার স্বপ্ন নিয়ে এবার আইসিসি বিশ^কাপ সুপার লিগে বাংলাদেশ তৃতীয় হয়েছে।

তিনি না থাকলেও তার অধীনে খেলা অধিকাংশ ক্রিকেটারই এবার বিশ্বকাপ খেলতে গেছেন। অবশ্য গত বিশ^কাপ খেলা মাত্র ৬ জন- অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাটকীয় ঘটনাক্রমে বিশ^কাপ স্কোয়াডে জায়গা পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস ও মেহেদি হাসান মিরাজ আছেন। সাকিব ও মুশফিক পঞ্চম এবং মাহমুদুল্লাহ চতুর্থ বিশ^কাপ খেলবেন। অথচ গত বছর টি২০ বিশ^কাপ খেলা শান্ত প্রথমবার ওয়ানডে বিশ^কাপ খেলতে নামবেন সহ-অধিনায়ক হয়ে। তার সঙ্গে প্রথমবার বিশ^কাপ খেলবেন আরও ৭ জন- তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। 

শরীফুল, শেখ মেহেদি একটি করে এবং নাসুম ২টি টি২০ বিশ্বকাপ খেলেছেন। সেদিক থেকে বড়দের বিশ^কাপ মঞ্চে প্রথমবার নামবেন তাওহিদ, তানজিদ ও তানজিম। তারা ও শরীফুল ২০২০ সালে যুব বিশ^কাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। সেজন্য এবার বিশ^কাপে তাদের বড় স্বপ্ন ভালো কিছু করার। কিন্তু গত দেড় বছর ধরে দলের টিম ম্যানেজার হিসেবে থাকা তামিমের বড় ভাই নাফিস ইকবালকেও সরিয়ে দেওয়া হয়েছে। দল নিয়ে এই নানাবিধ বিতর্কের মধ্যে তাই ভালো করা নিয়ে রয়েছে সংশয়। বিশেষ করে ক্রিকেটাররা মানসিকভাবে মাঠের বাইরের এসব ঘটনায় কতখানি ফুরফুরে মেজাজে থাকতে পারবেন তা নিয়ে আছে শঙ্কা। কিন্তু তারুণ্যে ভরপুর দলের নবীন ক্রিকেটাররা উজ্জীবিত ভালো কিছু করতে, তাদের চোখে স্বপ্ন ও মনে বড় আশা সব বিতর্ক পেছনে ফেলে ভালোভাবে বিশ^কাপ শেষ করার।

×