
বেয়ার্ন মিউনিখের জোড়া গোলদাতা রবার্ট লেভানডোস্কি
হরহামেশাই এমন করে থাকে রিয়াল মাদ্রিদ। মানে শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয়। গ্যালাক্টিকোদের রক্তেই মিশে গেছে এটা। এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন জয়ের বেশ যেন অনুকরণ করেছে বার্সিলোনা! যে প্রমাণ মিলেছে শনিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে। ঘরের মাঠে সফরকারী সেল্টা ভিগোর বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে পড়েছিল কাতালানরা। কিন্তু ম্যাচের শেষ দশ মিনিটে তিন গোল করে অবিশ্বাস্যভাবে ৩-২ ব্যবধানে জয়ের স্বাদ পেয়েছে বার্সিলোনা।
ম্যাচের ৮১ ও ৮৫ মিনিটে দুই গোল করে বার্সাকে সমতায় ফেরান পোলিশ তারকা রবার্ট লেভানডোস্কি। এরপর ৮৯ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন জোয়াও ক্যান্সেলো। এর আগে ম্যাচের ১৯ মিনিটে সেল্টার হয়ে প্রথম গোলটি করেন জারগেন স্ট্র্যান্ড লারসেন ও ৭৬ মিনিটে দ্বিতীয় গোল করেন আনাসটাসিওস ডুভিকাস। এই জয়ে রবিবার রাতের ম্যাচের আগে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছিল বার্সা। গত রাতে রিয়াল মাদ্রিদ তাদের ম্যাচে না হারলে আবারও শীর্ষে উঠে যাবে তারা। নাটকীয় এই জয়ে পুরো দলের প্রশংসা করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। চলতি সপ্তাহেই বার্সিলোনার সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন জাভি। লা লিগায় এ ম্যাচের মাধ্যমে তিনি কোচ হিসেবে ৫০ নম্বর জয় উপভোগ করেছেন।
বার্সিলোনার এমন ফিরে আসাকে মহাকাব্য হিসেবে আখ্যা দিয়ে জাভি বলেন, আমরা খুব একটা ভালো খেলিনি। কিন্তু মহাকাব্যের মতো ফিরে এসেছি। নিজেদের মানসিকতার প্রমাণ দিয়েছি। ঐতিহাসিকভাবেই আমাদের মধ্যে মানসিকতার অভাব আছে। তবে প্রজন্মের হাত ধরে সবকিছু পরিবর্তিত হচ্ছে। তারা কখনই ম্যাচ ছেড়ে দেয় না। আমি মনে করি, এই প্রজন্ম শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায়। যা হয়েছে তা জয়ের মানসিকতা প্রকাশের দুর্দান্ত এক টার্নিং পয়েন্ট। আমরা ভালো না খেললেও এখানেই মানসকিতা, বিশ্বাসের মহাকাব্য লেখা হয়ে গেছে। এ ম্যাচে গোড়ালির ইনজুরির কারণে অন্তত পাঁচ সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন বার্সিলোনা মিডফিল্ডার ফ্রেংকি ডি জং। ম্যাচের প্রথমার্ধে ইনজুরিতে আক্রান্ত হন তিনি।
এক বিবৃতিতে বার্সেলোনা নিশ্চিত করেছে ডি জং ডান গোড়ালিতে চোট পেয়েছেন। তবে কতদিন তাকে বাইরে থাকতে হবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি। আগামী ৪ অক্টোবর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর বিরুদ্ধে ম্যাচে খেলতে পারছেন না ডি জং। এছাড়া ২৮ অক্টোবর লা লিগায় রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতেও তার খেলা সম্ভাবনা নেই বললেই চলে। উরুর ইনজুরিতে মাঠের বাইরে থাকা মিডফিল্ডার পেড্রির জন্য এখনো অপেক্ষায় আছে বার্সিলোনা। তবে সেল্টার বিরুদ্ধে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে বদলি বেঞ্চ থেকে দলে ফিরেছেন সেন্টার ব্যাক রোনাল্ড আরাউজো।
এর আগে রিয়াল মায়োর্কাকে ৫-৩ গোলে হারিয়ে স্বল্প সময়ের জন্য টেবিলের শীর্ষস্থান দখল করেছিল জিরোনা। তবে বার্সেলোনা সেল্টাকে পরাজিত করে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করে। এখন পর্যন্ত অপরাজিত থাকা কাতালানারা ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে মৌসুমের দুর্দান্ত শুরুর ধারা ধরে রেখেছে। তলানির দল আলমেরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে টেবিলের পঞ্চম স্থানে থাকা ভ্যালেন্সিয়া। এল সাদারে সেভিয়া ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করে রেলিগেশন জোনের ঠিক ওপরে অবস্থান করছে।