
নেইমার
স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা ছেড়ে ২০১৭ সালে প্যারিস সেইন্ট জার্মেইতে নতুন করে ঠিকানা গড়েছিলেন নেইমার। যে স্বপ্ন নিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে ভিড়িয়েছিল প্যারিস জায়ান্টরা। সেই স্বপ্ন পূরণ করতে পারেননি সাবেক সান্তোস ফরোয়ার্ড। যে কারণে ক্লাবের সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে পিএসজি সমর্থকরাও হতাশ নেইমারের পারফর্মেন্সে। প্রত্যাশা পূরণে ব্যর্থ এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে গ্রীষ্মকালীন দলবদলে ফরাসী ক্লাবটি বিক্রি করে দিতে চায় বলে গুঞ্জন উঠেছে।
আর সেটা হলে পিএসজি তারকাকে নিজের ক্লাব চেলসিতে চান থিয়াগো সিলভা। জাতীয় দল ও পিএসজি থাকাকালীন একসঙ্গে খেলায় দুজনের মধ্যে বোঝাপড়াটাও দারুণ। তাই পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতেই আসা উচিত বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে সিলভা বলেন, ‘তার (নেইমার) চেলসিতে আসা উচিত। সে যদি পিএসজি ছাড়ে, তাহলে এখানে আসা ঠিক হবে। যদি তা হয়, তাহলে সম্ভাব্য ভাল কিছুর প্রত্যাশা করা যেতে পারে।’
পাঁচ বছর আগে নেইমারের দলবদলে পুরো ফুটবল দুনিয়ায় আলোড়ন তুলেছিল। ২২২ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড গড়ে বার্সিলোনা থেকে দলে ভিড়িয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই। তাকে ধরে রাখতে সব চেষ্টাই করেছিল কাতালান ক্লাবটি। কিন্তু স্প্যানিশ ক্লাবটির সব চেষ্টা বিফলে গিয়েছিল পিএসজির সভাপতি নাসের আল খেলাইফির অর্থের কাছে।
মূলত আরাধ্য চ্যাম্পিয়ন্স লীগ জয়ের স্বপ্ন পূরণের জন্যই নেইমারকে দলে নিয়েছিল ফরাসী ক্লাবটি। শুধু তাই নয়? বর্তমানে নেইমারের সাবেক সতীর্থ লিওনেল মেসিকেও দলে ভিড়িয়েছে পিএসজি। মেসি-নেইমারের সঙ্গে রয়েছেন তাদের তরুণ প্রতিভাবান খেলোয়াড় কিলিয়ান এমবাপেও। তারপরও স্বপ্নের চ্যাম্পিয়ন্স লীগ জয়ে ব্যর্থ প্যারিসের ক্লাবটি।