ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

অধিনায়কত্ব নিয়ে আলাপে অনিচ্ছুক হৃদয়!

প্রকাশিত: ১৯:৪৭, ২ নভেম্বর ২০২৪

অধিনায়কত্ব নিয়ে আলাপে অনিচ্ছুক হৃদয়!

তাওহীদ হৃদয়

বাংলাদেশ দলের তিন সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন নাজমুল হোসেন শান্ত। তার এই সিদ্ধান্তের পর টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে সম্ভাব্য নাম হিসেবে আলোচিত হচ্ছিল তাওহিদ হৃদয়। তবে এদিকে শারজায় আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে শান্তকেই অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিন ম্যাচের এই সিরিজ খেলতে আজ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার, বাকিরা যাবেন আগামীকাল।

 

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় হৃদয়কে টি-টোয়েন্টি অধিনায়কত্ব প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। এটা আমার হাতে নেই। আমি মনে করি, এই দায়িত্ব দেওয়া উচিত এমন কারো হাতে যিনি দলের জন্য সঠিক নেতৃত্ব দিতে পারবেন। আর যাকেই এই দায়িত্ব দেওয়া হোক, তার জন্য আমার শুভকামনা রইল।’

 

অধিনায়কত্বের জন্য প্রস্তুত কি না—এই প্রশ্নের উত্তরে হৃদয় কৌশলী ভাষায় বলেন, ‘আমি এখন এই বিষয়ে কথা বলতে চাই না। আমাদের সামনে খেলা আছে, সেই দিকে মনোযোগ দিতে চাই।’

এই সিরিজ দিয়ে আট মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। একইসঙ্গে এই সিরিজটি আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিরও একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। ওয়ানডে সংস্করণে বাংলাদেশের সামর্থ্য নিয়ে আশাবাদী হৃদয় বলেন, ‘আশা করি, আমরা ভালোভাবে শুরু করতে পারব। এই সংস্করণে আমরা বরাবরই ভালো খেলে থাকি। এবারও আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’

 

বাংলাদেশ দলের সাম্প্রতিক টেস্ট ও টি-টোয়েন্টি পারফরম্যান্স সম্পর্কে জানতে চাইলে হৃদয় বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারই এখানে পেশাদার। অতীত নিয়ে বেশি ভাবার কিছু নেই। আমাদের লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়া, হোক সেটা একটি ম্যাচ কিংবা বড় কোনো টুর্নামেন্ট। সামনের দিনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর আমি বর্তমানেই থাকতে চাই।

শিহাব উদ্দিন

×