অনুশীলনে প্রারম্ভিক বক্তব্য রাখেন অধিনায়ক সাকিব আল হাসান।
নানা জল্পনা কল্পনা ছাপিয়ে অবশেষে বিশ্বকাপকে লক্ষ্য করে মাঠে ফিরেছে বাংলাদেশের ক্রিকেট। ওয়ার্মআপ ম্যাচের ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সাকিব আল হাসানরা কঠোর অনুশীলনে প্রস্তুতি শুরু করেছেন। বিশ্বকাপে অংশ নিতে বুধবার বিকালে গুয়াহাটির উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। পৌঁছেই পরদিন বৃহস্পতিবার অনুশীলন নেমে পড়েছেন সাকিব আল হাসানরা। অনুশীলনে নামার আগে ক্রিকেটাররা ফুটবল খেলে গা গরম করেছেন।
তারপর দলের উদ্দেশে কথা বলছেন অধিনায়ক সাকিব। অধিনায়কের কথা মনোযোগ দিয়ে শুনেছেন সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে জুনিয়র ক্রিকেটাররা। বাঁহাতি এই অলরাউন্ডারের কথা যেন মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন সতীর্থরা। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, সহকারী কোচ নিক পোথাস, টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামও এ সময় উপস্থিত ছিলেন।
বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে ৫ অক্টোবর। ২০১৯ সালের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এই ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। তবে বাংলাদেশের মিশন শুরু হবে ৭ অক্টোবর, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগে শুক্রবার শুরু হচ্ছে প্রস্তুতি ম্যাচ। দুপুর আড়াইটায় গুয়াটিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। দুটি ম্যাচ শেষে দল চলে যাবে সোজা হিমাচল প্রদেশ। সেখানে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এস