ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

ক্যান্সারে আক্রান্তদের জন্য সাকিবের অনন্য উদ্যোগ

প্রকাশিত: ২০:৫১, ২৩ মার্চ ২০২৩

ক্যান্সারে আক্রান্তদের জন্য সাকিবের অনন্য উদ্যোগ

সাকিব আল হাসান

মাঠ কিংবা মাঠের বাইরে সব জায়গাতেই আলোচিত সাকিব আল হাসান। ২২ গজের ব্যস্ততা কাটিয়ে নানা সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন এ ক্রিকেটার।

এবার ক্যান্সারে আক্রান্ত মানুষদের জন্য অনন্য উদ্যোগ নিলেন সাকিব। দুরারোগ্য এ ব্যধির চিকিৎসার জন্য নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন উদ্বোধন করতে যাচ্ছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার।

সারা বিশ্বেই ক্যান্সার আক্রান্ত মানুষ রয়েছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। মরণব্যধি এ রোগের চিকিৎসা করতে খরচ হয় লাখ-লাখ কিংবা কোটি টাকা। সে সব চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের টি-২০ ও টেস্ট দলের অধিনায়ক।

শুক্রবার বিকেল সাড়ে চারটায় রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে এই ফাউন্ডেশনের উদ্বোধন করবেন সাকিব। 

আগামীকাল (২৪ মার্চ) ৩৬তম জন্মদিন সাকিবের। নিজের জন্মদিনকে স্মরণীয় করে তুলতে মহৎ একটি কাজের উদ্যোগ নিলেন তিনি।

তবে এবারই প্রথম নয়, এর আগেও ২০২০ সালে করোনা মহামারীতে 'সাকিব আল হাসান ফাউন্ডেশন' থেকে মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সাকিব। একই সঙ্গে করেছেন হেলথ কার্ডও। যার মাধ্যমে হাসপাতাল থেকে কম মূল্যে সেবা পেতে পারেন মানুষেরা।

এমএস

সম্পর্কিত বিষয়:

×