
ওলি পোপের উইকেট লাভের পর এভাবেই আনন্দ-উল্লাসে মেতে উঠে প্রোটিয়া শিবির
ব্রেন্ডন ম্যাককুলামকে কোচ এবং বেন স্টোকসকে অধিনায়ক করে টেস্টেও আগ্রাসী ক্রিকেটের পসরা সাজিয়ে আবির্ভূত হয় ইংল্যান্ড। ঘরের মাঠে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে উড়িয়ে দেয়। সেই তারাই এবার ক্রিকেটের মক্কা লর্ডসে বিধ্বস্ত হল প্রোটিয়াদের কাছে। সিরিজের প্রথম টেস্টে মাত্র তিন দিনেই দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ১২ রানের বড় ব্যবধানে হারল ইংলিশরা।
প্রথম ইনিংসে ৪৫ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩৭.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয়ে গেছে স্টোকসের দল। ব্যাটিং ব্যর্থতাই স্বাগতিকদের ডুবিয়েছে। প্রথম ইনিংসে ওলি পোপ সর্বোচ্চ ৭৩ রান করেন, স্টোকস ২০, স্টুয়ার্ট ব্রড ১৫। মূলত কাগিসো রাবাদার তা-বে বেসামাল হয়ে পড়ে তারা। কৃষ্ণাঙ্গ এ প্রোটিয়া পেসার নেন ৫ উইকেট। এনরিখ নরকিয়া ৩ ও মার্কো জানসেন ২। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকারি নরকিয়ার তোপের মুখে পড়ে ইংল্যান্ড।
স্টুয়ার্ট ব্রড ৩৫ ও এ্যালেক্স লিস করেন ৩৫ রান। স্টোকস ২০, জ্যাক ক্রাউলি ১৩ ও জনি বেয়ারস্টো ১৮। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩২৬ রানের ‘চ্যালেঞ্জিং’ স্কোরের অন্যতম রূপকার সারেল এরউই করেন সর্বোচ্চ ৭৩ রান। ওপেনিংয়ে তার সঙ্গী অধিনায়ক ডিন এলগারের ব্যাট থেকে আসে ৪৭ রান। মার্কো জানসেন ৪৮ ও শেষ দিকে কেশভ মহারাজ ৪১ ও নরকিয়া অপরাজিত ২৮ রানের ইনিংস উপহার দেন। ৩টি করে উইকেট নেন স্টোকস ও ব্রড।