
ছবিঃ সংগৃহীত
বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের নিত্যসঙ্গী। তবে অনেকেই অভিযোগ করেন, ফোনের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায়। অথচ জানা-অজানা কিছু সাধারণ ভুলের কারণেই এমনটি ঘটতে পারে। প্রযুক্তিবিদরা বলছেন, কিছু অভ্যাস পরিবর্তন করলেই ফোনের ব্যাটারি টিকে থাকবে অনেকক্ষণ।
চলুন জেনে নেওয়া যাক, কোন ভুলগুলো এড়িয়ে চললে ফোনের চার্জ দীর্ঘস্থায়ী হবে:
১. বারবার চার্জে দেওয়া ও ১০০% চার্জে রাখা
অনেকেই ফোন একটু চার্জ কমলেই চার্জার লাগিয়ে দেন এবং ১০০% না হওয়া পর্যন্ত চার্জ খুলে নেন না। এই অভ্যাস ব্যাটারির স্বাস্থ্য খারাপ করে। ফোনকে সবসময় ২০% থেকে ৮০% এর মধ্যে চার্জে রাখা ভালো।
২. ফোন অতিরিক্ত গরম হওয়া
ধূমকেতুর মতো গরম হয়ে উঠা ফোন ব্যাটারির জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত গেম খেলা, হাই রেজ্যুলেশনের ভিডিও দেখা বা চার্জে রেখে ব্যবহার করলে ফোন গরম হয় এবং ব্যাটারির আয়ু কমে যায়।
৩. স্ক্রিন ব্রাইটনেস বেশি রাখা
স্ক্রিনের উজ্জ্বলতা সর্বোচ্চ রাখলে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। "অটো ব্রাইটনেস" ফিচার অন করে বা প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করাই ভালো।
৪. ডেটা, ওয়াই-ফাই ও ব্লুটুথ সবসময় অন রাখা
ব্যবহার না করলেও অনেকেই মোবাইল ডেটা, ওয়াই-ফাই, ব্লুটুথ বা লোকেশন সার্ভিস চালু রাখেন। এতে ফোনের ব্যাটারি ব্যাকগ্রাউন্ডে দ্রুত খরচ হয়। প্রয়োজন না থাকলে এগুলো বন্ধ রাখুন।
৫. ব্যাকগ্রাউন্ড অ্যাপ চালু রাখা
মনে না থাকলেও অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে—যেমন সোশ্যাল মিডিয়া, নিউজ, গেমস। এই অ্যাপগুলো ব্যাটারি ও ডেটা দুটোই খরচ করে। মাঝে মাঝে RAM ক্লিয়ার করুন বা অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন।
৬. ভুয়া বা নকল চার্জার ব্যবহার
লোকাল বা কমদামি চার্জার ব্যবহারে চার্জ দ্রুত শেষ হয় এবং ব্যাটারিও নষ্ট হতে পারে। মূল বা মানসম্মত চার্জার ব্যবহার করুন।
৭. গেমস ও স্ট্রিমিং বেশি ব্যবহার
ঘণ্টার পর ঘণ্টা গেম খেলা বা নেটফ্লিক্স, ইউটিউব দেখা ব্যাটারির সবচেয়ে বড় শত্রু। এমন অ্যাপ ব্যবহারের সময় ফোন দ্রুত চার্জ হারায়।
৮. নোটিফিকেশন অন রেখে দেওয়া
প্রতিটি অ্যাপের নোটিফিকেশন চালু থাকলে ফোন বারবার জ্বলে ওঠে ও ভাইব্রেট করে, যা ব্যাটারি ক্ষয় করে। অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখুন।
করণীয়:
-
ব্যাটারি সেভার মোড ব্যবহার করুন
-
প্রয়োজন ছাড়া লাইভ ওয়ালপেপার ব্যবহার করবেন না
-
নিয়মিত সফটওয়্যার আপডেট করুন
-
স্ক্রিন টাইমআউট কমিয়ে দিন
-
চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার এড়িয়ে চলুন
স্মার্টভাবে ব্যবহারের মাধ্যমে আপনি খুব সহজেই ফোনের চার্জ দীর্ঘ সময় ধরে ধরে রাখতে পারবেন। মনে রাখবেন, একটু সচেতনতাই ফোনের ব্যাটারি লাইফ দীর্ঘ করতে পারে।
ইমরান