ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

এই অভ্যাস না ছাড়লে ফোনের আয়ু অর্ধেকে নেমে আসবে

প্রকাশিত: ০২:০২, ২৫ জুলাই ২০২৫

এই অভ্যাস না ছাড়লে ফোনের আয়ু অর্ধেকে নেমে আসবে

প্রতিদিন অ্যান্ড্রয়েড ফোন ১০০% পর্যন্ত চার্জ দেওয়া যেন এক সাধারণ অভ্যাস। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস দীর্ঘমেয়াদে আপনার ফোনের ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে।

বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি, যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে রাসায়নিকভাবে ক্ষয়প্রাপ্ত হয়। ফোনকে বারবার সম্পূর্ণ চার্জ করা হলে ব্যাটারিটি দীর্ঘ সময় উচ্চ ভোল্টেজে থাকে, যা ব্যাটারির ‘ক্যাপাসিটি’ ১০-১৫% দ্রুত হ্রাস করতে পারে।

কেন ক্ষতি হয় ১০০% চার্জে?

দীর্ঘদিন ধরে প্রতিবার ১০০% পর্যন্ত চার্জ দিলে ব্যাটারির স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি আগেভাগেই পরিবর্তনের প্রয়োজন পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারির ‘সুইট স্পট’ হলো ৫০% থেকে ৮০%-এর মধ্যে চার্জ রাখা। এতে ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকে।

আধুনিক স্মার্টফোনগুলোর অনেকেই এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে। যেমন, স্যামসাং ফোনে “Protect Battery” ফিচারটি চার্জ ৮৫%-এ সীমাবদ্ধ রাখে। আবার গুগল পিক্সেল ফোনে “Charging optimization” নামে একটি অপশন রয়েছে, যা চার্জ ৮০% পর্যন্ত পৌঁছালে বন্ধ করে দেয়।

তাপমাত্রাও বড় ভূমিকা রাখে

শুধু চার্জিং নয়, ফোনের আশপাশের তাপমাত্রাও ব্যাটারির উপর প্রভাব ফেলে। অতিরিক্ত গরম বা ঠান্ডা পরিবেশে ব্যাটারি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। আবার ফাস্ট চার্জিং প্রযুক্তিও ব্যাটারির অতিরিক্ত গরমের কারণ হয়ে ব্যাটারির স্বাস্থ্যকে ক্ষতি করতে পারে। গবেষণা বলছে, ব্যাটারির জন্য আদর্শ তাপমাত্রা ০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস (৩২ থেকে ৯৫ ডিগ্রি ফারেনহাইট)।

ফোনের আয়ু বাড়াতে করণীয়

🔹 ফোনকে ৫০-৮০% চার্জের মধ্যে রাখার চেষ্টা করুন

🔹 আসল বা সার্টিফায়েড চার্জার ব্যবহার করুন

🔹 স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে ব্যবহার করুন

🔹 প্রয়োজন না থাকলে ব্লুটুথ ও লোকেশন বন্ধ রাখুন

🔹 ডার্ক মোড ব্যবহার করুন

🔹 ব্যাটারি সেভার মোড চালু রাখুন

🔹 কোন অ্যাপ বেশি ব্যাটারি খাচ্ছে তা নিয়মিত পরীক্ষা করুন


পরিচর্যায় বাড়বে ব্যাটারির আয়ু

প্রযুক্তিগত অগ্রগতির কারণে আজকের স্মার্টফোনে শক্তিশালী ব্যাটারি থাকলেও, ভুল চার্জিং অভ্যাস ও তাপমাত্রার প্রভাব ব্যাটারির আয়ুকে কমিয়ে দিতে পারে। তাই স্মার্ট ব্যবহারকারীদের উচিত চার্জিংয়ের সময় কিছু নিয়ম মেনে চলা, যাতে ফোনটি দীর্ঘদিন ভালোভাবে ব্যবহার করা যায়।

Mily

×