ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

নাসা থেকে পদত্যাগ ২,০০০ শীর্ষ কর্মকর্তার! কী ঘটছে মহাকাশ সংস্থায়?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:০২, ১১ জুলাই ২০২৫

নাসা থেকে পদত্যাগ  ২,০০০ শীর্ষ কর্মকর্তার! কী ঘটছে মহাকাশ সংস্থায়?

ছবি: সংগৃহীত

মার্কিন মহাকাশ সংস্থা নাসা বর্তমানে এক নজিরবিহীন সংকটে পড়েছে। সংস্থাটির অভ্যন্তরীণ নথি অনুযায়ী, ২,১৪৫ জন জ্যেষ্ঠ স্তরের কর্মকর্তা পদত্যাগ করছেন। এদের মধ্যে রয়েছেন ৮৭৫ জন GS-15 গ্রেডের শীর্ষ কর্মকর্তা, যারা সংস্থার কারিগরি ও ব্যবস্থাপনাগত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। এই গণ-প্রস্থান ভবিষ্যৎ চাঁদ ও মঙ্গল অভিযানের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

এই পদত্যাগগুলো ঘটছে মূলত প্রস্তাবিত বাজেট কাটা ও কর্মী সংকোচনের পরিকল্পনার কারণে। নাসার মোট ২,৬৯৪ জন সিভিল কর্মী আগাম অবসর, বাইআউট বা বিলম্বিত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। Politico-র একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে হোয়াইট হাউসের ২০২৬ সালের বাজেট প্রস্তাবনায় নাসার বরাদ্দ ২৫ শতাংশ কমানোর কথা বলা হয়েছে। একইসাথে প্রায় ৫,০০০ কর্মী হ্রাসের পরিকল্পনাও রয়েছে।

এই কর্মী সংকোচনের ফলে নাসার বিভিন্ন কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। Goddard Space Flight Center থেকে ৬০৭ জন, Johnson Space Center থেকে ৩৬৬ জন, Kennedy Space Center থেকে ৩১১ জন, NASA সদরদপ্তর থেকে ৩০৭ জন, Langley Research Center থেকে ২৮১ জন, Marshall Space Flight Center থেকে ২৭৯ জন এবং Glenn Research Center থেকে ১৯১ জন কর্মী পদত্যাগ করছেন।

এই প্রস্থান বিশেষভাবে নাসার চাঁদ ও মঙ্গল অভিযানের উপর প্রশ্ন তুলছে। ২০২৭ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা এবং ভবিষ্যতে মঙ্গলগ্রহে অভিযানের প্রস্তুতি এখন বড় চ্যালেঞ্জের মুখে। The Planetary Society-এর স্পেস পলিসি প্রধান কেইসি ড্রেইয়ার (Casey Dreier) বলেন, “আপনি সংস্থার মূল কারিগরি ও ব্যবস্থাপনাগত অভিজ্ঞতা হারাচ্ছেন।”

এমন পরিস্থিতিতে একজন পদত্যাগকারী NASA কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, “সবকিছু শুনে মনে হচ্ছে আরও খারাপ কিছু আসছে। বাজেট কাটছাঁট, প্রশাসনিক অনিশ্চয়তা সবকিছু মিলে নাসার ভবিষ্যৎ এখন ধোঁয়াশায়।”

হোয়াইট হাউসের লক্ষ্য অনুযায়ী, কর্মী সংখ্যা ৫,০০০ জনে নামিয়ে আনার পরিকল্পনার অর্ধেক এখনও পূরণ হয়নি। আগামী ২৫ জুলাইয়ের মধ্যে অবসর ও পদত্যাগের জন্য যথেষ্ট অংশগ্রহণ না হলে, জোরপূর্বক ছাঁটাইয়ের সম্ভাবনাও থেকে যাচ্ছে।

তবে কংগ্রেস এই পরিকল্পনার বিরোধিতা করতে পারে। ২০২৫ সালের মার্চ মাসে মার্কিন সিনেটের কমার্স কমিটি একটি বিল পাস করেছে, যেখানে নাসার বর্তমান কর্মী সংখ্যা ধরে রাখার সুপারিশ করা হয়েছে। ফলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত কংগ্রেসের হাতেই নির্ভর করছে।

মুমু ২

×