
ছবিঃ সংগৃহীত
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রপদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় নগরবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে বলে অভিযোগ উঠেছে। এ প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আবেদন করেছেন একজন নাগরিক ও রাজনৈতিক কর্মী হোসাইন মোঃ আনোয়ার।
আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, "আমি একজন সংগঠিত নাগরিক, জুলাই আন্দোলনের সংগঠক এবং এনসিপি ঢাকা দক্ষিণ মহানগরের রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘ সময় ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো নির্বাচিত মেয়র না থাকায় সিটি কর্পোরেশন কার্যত অচল হয়ে পড়েছে। প্রশাসনিক জটিলতার কারণে নাগরিকদের দৈনন্দিন সেবা ব্যাহত হচ্ছে, বাড়ছে জনদুর্ভোগ।"
তিনি জানান, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ১৬ মে ২০২০ থেকে দায়িত্ব পালন শুরু করেন এবং ৫ আগস্ট ২০২৪ তারিখে জনদাবির মুখে পদত্যাগ করে পালিয়ে যান। একই দিন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামও পদত্যাগ করেন এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ১৯ আগস্ট ২০২৪-এ দুই সিটির মেয়র পদ শূন্য ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
আনোয়ারের বক্তব্য অনুযায়ী, নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হয়েছে ১৫ মে ২০২৫ তারিখে। কিন্তু এখনো নির্বাচন না হওয়ায় নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে এবং প্রশাসনিক স্থবিরতা বাড়ছে।
তিনি আরও অভিযোগ করেন, “ঢাকার দুই সিটিতে প্রায় দুই কোটির বেশি মানুষ বাস করে। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া এই বিশাল জনগোষ্ঠীর নাগরিক সেবা নিশ্চিত করা অসম্ভব। এটি মানবাধিকারের লঙ্ঘন এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি চরম অবহেলা।”
তিনি অবিলম্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ইমরান